ভোটের আগে সাগরদিঘির ওসিকে সরালো নির্বাচন কমিশন

২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল। এরইমাঝে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে নির্দেশিকা জারি করে সরিয়ে দেওয়া হল সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারকে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, সাগরদিঘির ওসি অভিজিৎ সরকার নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। একইসঙ্গে আরও জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টার মধ্যে অন্য কোনও অফিসারকে এই থানার ওসির দায়িত্বে পাঠাতে হবে। পরবর্তী ওসিকে অন্য জেলা থেকে এখানে নিয়োগ করতে হবে।

জানা গিয়েছে, সাগরদিঘির ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল বাম ও কংগ্রেসের তরফে। কংগ্রেস কর্মী সাইদুর রহমানের গ্রেফতারির পর ওসির সঙ্গে শাসকদলের যোগের অভিযোগে সরব হয়ে ওঠে কংগ্রেস। অনুমান করা হচ্ছে যার জেরেই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে ভোট। ২ মার্চ গণনা। ভোটের তিন দিন আগে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। উল্লেক্ষ্য সাগরদিঘিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা আগেই ঘোষণা করেছিল কমিশন। এবার ওই থানার ওসি বদল করল নির্বাচন কমিশন।

Previous article‘চোখের জল ঢাকতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোদচশমা পরে এসেছিলাম’: হরমনপ্রীত
Next articleবর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষা ইস্যুতে কোন বার্তা রাজ্যপালের