শক্তি বাড়াচ্ছে অ্যা*ডিনো, আত*ঙ্কে চিকিৎসকেরা !

শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও যদি সংক্র*মণ ছড়াতে থাকে, তাহলে টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে বলে মত বিশেষজ্ঞদের।

ক্রমাগত ভ*য়ংকর রূপ ধারণ করছে অ্যা*ডিনো ভা*ইরাস (Ad*eno Vir*us)। চরিত্র বদলে এখন আগের থেকে অনেক শক্তিশালী এই ভাই*রাস। একেরপর এক শিশু আ*ক্রান্তের ঘটনায় উ*দ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের। চিকিৎসকরা (Doctors) বলছেন, অ্যা*ডিনো ভাই*রাসে আক্রান্ত অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পর, তাঁদের ফুসফুসের (Respiratory Problems) সমস্যা দেখা দিচ্ছে। একই সমস্যায় ভুগছেন প্রাপ্তবয়স্করাও। কেন কমছে না কাশি? ধোঁয়াশায় চিকিৎসকরা।

ক*রোনা কাঁটা কাটিয়ে ওঠার পরই অ্যা*ডিনো আত*ঙ্কে উদ্বেগে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। অ্যা*ডিনো-উ*দ্বেগের মধ্যে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে, বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভাও। স্বাস্থ্য বিভাগের তরফে, কোনও অসুস্থ শিশু, পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে এলে, অভিভাবকদের কাছ থেকে অসুস্থতা প্রসঙ্গে বিস্তারিত জানতে হবে মেডিক্যাল আধিকারিকদের। চিকিৎসকরা বলছেন কেউ অ্যা*ডিনো ভাই*রাসে আ*ক্রান্ত কি না, তা জানতে PCR টেস্ট করাতে হয়। শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও যদি সংক্র*মণ ছড়াতে থাকে, তাহলে টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে বলে মত বিশেষজ্ঞদের।

 

Previous articleরকমারি সুস্বাদু পদ মন ছুঁয়ে গেল সপ্তম বিশ্ব খাদ্য প্রতিযোগিতায় 
Next articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস