পাকিস্তানের প্রথম রূ*পান্তকামী সংবাদ সঞ্চালিকার উপর হা*মলা

পাকিস্তানের প্রথম রূপান্তকামী সংবাদ সঞ্চালিকা মারভিয়া মালিককে লক্ষ্য করে গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শুক্রবার সন্ধ্যায় লাহোরে একটি ওষুধের দোকান থেকে ফেরার পথে তাঁর উপর হামলা চালানো হলেও বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি।

আরও পড়ুন:দুধ কিনতে হাহা*কার পাকিস্তানে, দাম জানলে চমকে যাবেন!
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশের রূপান্তকামীদের পাশে দাঁড়িয়ে তাঁদের হয়ে সরব হওয়ার পর থেকেই নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছিল মারভিয়াকে। সম্প্রতি প্রাণসংশয়ের আশঙ্কায় তিনি আগে থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এই হামলাকে রূপান্তকামীদের হয়ে সরব হওয়ার কারণ হিসাবেই দাবি করেছেন পাক সংবাদ সঞ্চালিকা।
এমনকি, হুমকির জেরে লাহোরও ছেড়েছিলেন তিনি। এতদিন মুলতানেই তবে, সম্প্রতি অস্ত্রপ্রচারের জন্য লাহোরে ফিরেছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে পাকিস্তানের রূপান্তরকামী মডেল থেকে সাংবাদিকতার সঞ্চালিকা হিসাবে কাজ শুরু করেন মারভিয়া। ২১ বছর বয়সে দেশের প্রথম রূপান্তরকামী সাংবাদিক হয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। প্রচুর মানুষের সমর্থনও পেয়েছিলেন।

 

 

Previous articleমাধ্যমিক পরীক্ষার্থীর র*হস্যজনক মৃ*ত্যু!
Next article‘ওদের একটা বিদেশির দাম যা, সেই অর্থে আমাদের চার-পাঁচ জন বিদেশি কিনতে হয়’: স্টিফেন