Tuesday, December 16, 2025

শিল্পোন্নয়নে নয়া উদ্যোগ, অটোমেটিভ ‘উৎকর্ষ কেন্দ্র’ স্থাপনের পথে রাজ্য

Date:

Share post:

শিল্পের উন্নয়নে (development of industry)এবার নয়া পদক্ষেপ রাজ্য সরকারের (Government of West Bengal)। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আইটিআই (ITI), গড়িয়াহাটের সঙ্গে মিলে অশোক লে ল্যান্ড (Ashok Leyland)সংস্থা এবার অটোমেটিভ ক্ষেত্রে (Automotive Sector) উৎকর্ষ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করল। বুধবার ১ মার্চ দুপুরে কারিগরি ভবনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen),দফতরের প্রধান সচিব অনুপ আগরওয়াল, অশোক লে ল্যান্ড সংস্থার রিজিওনাল ম্যানেজারের উপস্থিতিতে এই মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট (Memorandum of Agreement)স্বাক্ষরিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)উদ্যোগে বাংলা জুড়ে যে শিল্পের উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে, এই MoA সেই কর্মযজ্ঞে নতুন পালক যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অটোমোবাইল ক্ষেত্রে দক্ষ কর্মীর যোগান বাড়াতে কলকাতায় সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হচ্ছে। রাজ্য সরকারি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়িয়াহাট আইটিআই-এর খালি জমিতে ওই উৎকর্ষ কেন্দ্র তৈরি করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন বাংলা জুড়ে বিশাল সংখ্যায় কাজের সুযোগ তৈরি হচ্ছে। অশোক লে ল্যান্ড সংস্থা গড়িয়াহাটের ITI-এর সঙ্গে মিলে প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের অটোমেটিভ শিল্পে দক্ষতা বাড়াতে বিশেষ ট্রেনিং দেবে। প্রযুক্তিগত সাহায্য এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এক বৃহত্তর কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। শিক্ষার্থীরা পেশাদার সংস্থায় হাতে-কলমে কাজ শেখার সঙ্গেই অটোমোবাইলের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে অবগত হবেন। এই MoA অটোমেটিভ শিল্পে আগ্রহ বাড়াবে বলেই আশাবাদী রাজ্য।

 

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...