Saturday, December 20, 2025

ওয়ারেন্ট জারির পরেও গরহাজির! ‘কেষ্ট নামে’ বেজায় বিরক্ত রাউস অ্যাভিনিউ কোর্ট

Date:

Share post:

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। গরু পাচার মামলায় (Cow Smuggling) এখনও কেন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আদালতে পেশ করা হল না তা নিয়েই কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডি আধিকারিকদের। জানা গিয়েছে, আগামী সাতদিনের মধ্যেই এই বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে, দিল্লি হাই কোর্টে (Delhi High Court) অনুব্রত মণ্ডলের ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ (Production warrant) চ্যালেঞ্জ মামলার শুনানি হতে পারে আগামী ১৭ মার্চ। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী কেষ্টর দিল্লি যাত্রার দিন আসন্ন?

বুধবারই গরুপাচার মামলার শুনানি ছিল। আর এদিন শুনানি চলাকালীন, বাকিদের বিচারবিভাগীয় হেফাজত থেকে পেশ করা হয়। তার মেয়াদ এদিন বাড়ানোও হয়েছে। সেখানেই এদিন অনুব্রতর গরহাজিরা নিয়ে প্রশ্ন তোলে রাউস অ্যাভিনিউ কোর্ট (Rouse Avenue Court)। গত বছরের ১৯ ডিসেম্বর ওয়ারেন্ট জারি করার পরও কেন এখনও পর্যন্ত অনুব্রতকে পেশ করা হল না আদালতে, তা জানতে চায় আদালত। কেন আদালতের নির্দেশ কার্যকর করা হল না, উঠে আসে এমনই একাধিক প্রশ্ন। উল্লেখ্য, গরু পাচার মামলায় তদন্তের স্বার্থে বীরভূমের জেলা সভাপতি অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। সেই মর্মে দায়ের হয় মামলাও। তবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দাবি, তাঁকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক অজানা তথ্যই বেরিয়ে আসবে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে আসার অনুমতি দিয়েছিল। যার পাল্টা আবেদন করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেষ্ট।

তবে বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট সাফ জানায় হাই কোর্ট তো এই বিষয়ের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। তাহলে কেন অনুব্রতকে কোর্টে পেশ করা হচ্ছে না?

 

 

spot_img

Related articles

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...