Friday, January 30, 2026

নির্বাচন কমিশনার নিয়োগে ‘ঐতিহাসিক’ সুপ্রিম রায়! স্বস্তি বিরোধী শিবিরে

Date:

Share post:

নির্বাচন কমিশনের (Election Commission) উচ্চপদে নিয়োগ আরও স্বচ্ছভাবে নিয়োগ প্রয়োজন। আর সেই নিয়েই এবার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের (Supreme Court of India)। এবার থেকে মুখ্য নির্বাচন কমিশনার (Election Commissioner) এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকদের নিয়োগের ক্ষেত্রে কোনও একাধিপত্য থাকবে না কেন্দ্রীয় সরকারের। প্রধানমন্ত্রী (Prime Minister), লোকসভার বিরোধী দলনেতা (Opponent Leaders) এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যৌথ কমিটির সিদ্ধান্ত মতোই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বৃহস্পতিবার পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ (Judiciary Bench) এমন নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যতদিন না নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সংসদে কোনও আইন তৈরি হচ্ছে, ততদিন এই পদ্ধতি বজায় থাকবে। আর শীর্ষ আদালতের এমন রায়ে খুশি বিরোধীরা। তাঁদের মতে, এই সিদ্ধান্তের ফলে নির্বাচন কমিশনে কেন্দ্রের হস্তক্ষেপ কমবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে টুইট করেছেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek Obrien)। তিনি জানিয়েছেন, এই রায়ের ফলে নির্বাচন কমিশন ফের আগের মতো নিরপেক্ষ হবে।

বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি কে এম জোসেফের (Justice MK Joseph) নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশনারদের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রধানমন্ত্রী, লোকসভার প্রধান বিরোধী দল এবং প্রধান বিচারপতিকে নিয়ে একটি কমিটি গড়তে হবে। এই কমিটির সুপারিশ মেনেই রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন। যদি কখনও লোকসভায় বিরোধী দলনেতা পদে কেউ না থাকেন, তাহলে বৃহত্তম বিরোধী দলের নেতাকেই এই কমিটিতে জায়গা দেওয়া হবে। পাশাপাশি সাংবিধানিক বেঞ্চ এদিন সাফ জানিয়েছে, নির্বাচন অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত এবং নির্বাচন কমিশনকেই সেই স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। নাহলে তার ফল ধ্বংসাত্মক হতে পারে।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত আধিকারিকদের নিয়োগের ক্ষমতা ছিল রাষ্ট্রপতির (President of India) হাতেই। প্রধানমন্ত্রীর সুপারিশ মেনেই সেই নিয়োগ করা হত। সাধারণত প্রাক্তন আমলাদের এই পদে নিয়োগ করা হয়। তবে মোদি সরকারের আমলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। বিরোধীদের অভিযোগ, কমিশন নিরপেক্ষতা হারিয়ে বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। নির্বাচন কমিশনারদের ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। আর এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও কলেজিয়াম (Collegium) চালুর দাবিতে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার ভিত্তিতেই ‘ঐতিহাসিক’ রায় দিল শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ।

 

 

spot_img

Related articles

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...