Thursday, December 18, 2025

সুপ্রিম রায়কে ‘স্বাগত’! কেন্দ্রের ‘রাজনৈতিক প্রতিহিং*সার’ বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সুপ্রিম রায়কে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করে বলেন, আমি আন্তরিকভাবে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায়কে স্বাগত জানাই। শীর্ষ আদালতই পারে বর্তমানে দেশকে রক্ষা করতে। সুপ্রিম কোর্ট দেশের বিচার ব্যবস্থার প্রধান স্তম্ভ। সুপ্রিম কোর্টই পারে আমাদের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও ন্যায় বিচারের পক্ষে সুবিচার দিতে। মমতা জানান, অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে এই জয় সাধারণ মানুষের জয়। কিছু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মানুষের জন্য আজ দেশের এমন পরিণতি বলেও মন্তব্য করেন মমতা।

পাশাপাশি এদিন সকালেই টুইট করে সুপ্রিম রায়কে যুগান্তকারী বলে জানিয়ছেন, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে গণতন্ত্রের জয় হল। তৃণমূল নেত্রীর মতে, অত্যাচারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে জনগণের ইচ্ছাই বিরাজ করছে!

এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বুধবারই মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডে নির্বাচনী ফলাফল বেরনোর আগেই কলকাতায় ইডির হানা। তিনি বলেন, “সঞ্জয়, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও আমার ব্যক্তিগত আইনজীবী। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওঁর কাছে থাকে। আমি ওকে বুধবারই জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? ও বলল, কিচ্ছু পায়নি। খালি আপনাদের ব্যাপারে জিজ্ঞাসা করছিল।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, সঞ্জয় যদি কারও হয়ে মামলা লড়ে তাহলে তার থেকে টাকা নিতেই পারে। কারণ সেটা ওঁর গণতান্ত্রিক অধিকার। একটা মামলায় ও টাকা ফেরতও দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এটা নিছকই প্রতিহিংসার রাজনীতি। ইডি দিয়ে, সিবিআই দিয়ে বিজেপি সরকার সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। সাংবাধানিক প্রতিষ্ঠানও ওদের হস্তক্ষেপ থেকে মুক্ত নয়। সেদিক থেকে ইতিবাচক যে মুখ্য নির্বাচন কমিশনার বেছে নিতে সু্প্রিম কোর্ট এমন পদক্ষেপ নিল।

 

 

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...