Thursday, January 29, 2026

তিন রাজ্যে শাসক-বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই, কে হাসবে শেষ হাসি!

Date:

Share post:

তিন রাজ্যে চলছে ভোট গণনা। ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya), নাগাল্যান্ডের (Nagaland) বিধানসভা ভোটের গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে। উত্তর-পূর্বের তিন রাজ্য আগামী পাঁচ বছর কার দখলে থাকবে তা এখন শুধু কিছু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:NPP সরকারের শেষের শুরু, মেঘালয়ে কাউন্টডাউন ঘড়ি বসাল তৃণমূল

মেঘালয়তে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মেঘালয়ে প্রথম থেকেই চমক দিয়েছে তৃণমূল। প্রথম কয়েকটি রাউন্ডের পর সেখানে সাতটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। আপাতত মেঘ রাজ্যে ফলে একক পার্টি হিসাবে এগিয়ে রয়েছে কনরাড সাংমার দল৷ ফলে এ বার সরকার গড়ার দিকে এগিয়ে আছে এনপিপি৷ অন্যদিকে, বিজেপি সে রাজ্যে এগিয়ে আছে পাঁচটি আসনে৷ কংগ্রেস এগিয়ে আছে পাঁচটি আসনে৷ তৃণমূল এগিয়ে আছে সাতটি আসনে৷ অন্যরা এগিয়ে আছে ১৮টি আসনে৷ এই অন্যদের মধ্যে আছে ইউডিপি৷ ফলে মেঘালয় নিয়ে বিজেপি যতটা আশা করেছিল, তা হয়ত হয়ে উঠবে না। তবে সরকারও একক ভাবে কোনও দল সরকার গঠন করতে পারছে না৷ সরকার গঠন করতে এক বৃহত্তম দলকেও কোনও একটি ছোট দলকে পাশে নিতে হবে৷ সেক্ষেত্রে কনরাড সাংমারা যদি ২৪ আসনে জয় পান, তা হলে তাঁদের সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও কয়েকটি আসন পেতে হবে৷ সেখানে কিং মেকারের ভূমিকা পালন করতে পারে তৃণমূল।

এদিকে, নাগাল্যান্ডে বিজেপি জোট আরও জয়ের কাছে। তবে ৬০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি-এনডিপিপি এগিয়ে রয়েছে ৪৩ আসনে। এনপিএফ ৪ আসনে এগিয়ে রয়েছে, ১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

ত্রিপুরাতে বাম জোট টক্কর দিচ্ছিল BJP-কে। কিন্তু, এবার সমস্ত সাজানো সমীকরণ ঘুরিয়ে দিল তিপ্রা মোথা। BJP-কে সমর্থন করার কথা জানিয়েছে তিপ্রা। তবে এক্ষেত্রে শর্ত রেখেছে তারা। যদি BJP উপজাতিদের সমস্যা নিরসনে উদ্যোগী হয় তবেই জোট করবে তারা। সেক্ষেত্রে ‘খেলা ঘুরবে’ ত্রিপুরায় মনে করছে রাজনৈতিক মহল।ত্রিপুরাতে ৩৩টি আসনে এগিয়ে বিজেপি।বাম জোট এগিয়ে ১১টি আসনে এগিয়ে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৪টি আসনে। তিপ্রামোথা ১১টি আসনে রয়েছে। সেক্ষেত্রে তিপ্রার সঙ্গে যদি জোট হয় ত্রিপুরাতে BJP-র ক্ষমতায় প্রত্যাবর্তনের সম্ভাবনা পাকা। তবে এখানে তেমনভাবে দাগ কাটতে পারেনি তৃণমূল।

 

 

spot_img

Related articles

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর...

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...