ডোনার নৃত্যশৈলীতে বসন্ত উৎসবে মাতবে ভারতীয় জাদুঘর

ডোনা গাঙ্গুলি বলেন ” এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় জাদুঘর এর মাঠে শান্তিনিকেতনের মতোই একটি পরিবেশ সৃষ্টি হবে ।

ইণ্ডিয়ান মিউজিয়াম এর উদ্যোগে দীক্ষামঞ্জরী ও প্রভা খৈতান ফাউন্ডেশন এর নিবেদনে শুরু  হয়েছে একটি ডান্স ওয়ার্কশপ । নৃত্য পরিচালনায় আছেন ওডিসি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলি । এর  মূল অনুষ্ঠানটি হবে আগামী ৫ মার্চ । নাচের তত্ত্বাবধানে থাকবেন ডোনা গাঙ্গুলি নিজেই ।

এই বিষয়ে ডোনা গাঙ্গুলি বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় জাদুঘর এর মাঠে শান্তিনিকেতনের মতোই একটি পরিবেশ সৃষ্টি হবে । কিন্তু এটি পুরোপুরি ওডিসি নাচ নয় , থাকছে রবীন্দ্র সঙ্গীত ,বলিউড , রাজস্থানী নাচেরও পারফরমেন্স ।

 

 

Previous articleপ্রয়াত ১৩ গোলের রেকর্ডধারী কিংবদন্তী জাঁ ফঁতে
Next articleORDI-এর উদ্যোগে “বিশ্ব বিরল দিবস” উদযাপন