Sunday, May 18, 2025

পথপ্রদর্শক মমতা: বাংলার অনুকরণে মধ্যপ্রদেশে মহিলাদের ১০০০ টাকা দেবেন শিবরাজ

Date:

বঙ্গ বিজেপির নেতারা যতই লক্ষ্মীর ভান্ডারের(Lakshmir Bhandar) বিরোধিতা করুন না কেন আদতে বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলি বাংলার অনুকরণে কোনও খামতি রাখছে না। ২০২৩ সালেই মধ্যপ্রদেশে(MadhyaPradesh) হবে বিধানসভা নির্বাচন(Assembly Election)। আর সেই নির্বাচনকে নজরে রেখে রাজ্যবিধানসভায় বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই বাজেটেই দেখা গেল বাংলার প্রতিচ্ছবি। বাজেটে শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chowhan) ঘোষণা করে দিলেন, এখন থেকে রাজ্যের মহিলাদের দেওয়া হবে মাসিক à§§ হাজার টাকা। বাংলার অনুকরণে তৈরি হওয়া শিবরাজ্যের নয়া এই প্রকল্পের নাম রাখা হয়েছে “লাডলি বেহেনো”।

চলতি বছরে মধ্যপ্রদেশে হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে নজরে রেখে চলতি বাজেটকে ভোট বাজেট হিসেবেই বেছে নিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভা বাজেটে মহিলা ভোটকে গুরুত্ব দিয়ে মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জানান, এখন থেকে রাজ্যের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মাসিক ১ হাজার টাকা করে দেওয়া হবে। এই খাতে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ৭ হাজার কোটি টাকা। এর পাশাপাশি নির্বাচনী ইস্তেহারের ঢঙে সরকারের তরফে জানানো হয়, সরকার রাজ্যের যুবকদের জন্য বছরে ১ লক্ষ চাকরির ব্যবস্থা করবে। পাশাপাশি কৃষকদের ঋণ মুকুব ও পড়ুয়াদের জন্য স্কুটি দেওয়ার কথাও ঘোষণা করা হয় বাজেটে। তবে এই সবকিছুর মাঝেই মহিলা ভোটকে হাতিয়ার করতে শিবরাজের বাংলার প্রকল্প অনুকরণ আলাদাভাবে নজর কেড়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নারী ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে তপসিলি জাতি ও উপজাতি গোষ্ঠীভুক্ত মহিলাদের মাসিক ১০০০ টাকা ও বাকিদের ৫০০ টাকা করে মাসে দেওয়ার ঘোষণা করা হয়। নির্বাচন জয়ের ১ মাসের মধ্যেই জনপ্রিয় সেই প্রকল্প বাস্তবায়িত হয় বাংলায়। যা নিয়ে কম বিরোধিতা করেনি রাজ্য বিজেপির নেতারা। এবার ভোটের আগে বাংলার দেখানো পথে বাংলার প্রকল্প অনুকরন করল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ।

Related articles

১০০ দিনের কাজে ৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, মোদি রাজ্যে গ্রেফতার মন্ত্রী-পুত্র

একশো দিনের কাজে বিরাট দুর্নীতি নরেন্দ্র মোদির (Narendra Modi State) রাজ্যে। গুজরাট থেকে গ্রেফতার করা হল বিজেপি মন্ত্রীর...

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা জরি শিল্পে, হাওড়া ‘জরি হাব’ থেকেই উত্তরণ শিল্পীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বাংলার সুপ্রাচীন জরি শিল্প। বাংলা বিশেষ করে হাওড়ার জরি শিল্প আদতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৮ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

অস্ত্র কারবারি থেকে পাক গুপ্তচর, মাত্র ৫ হাজারে ভারতের তথ্য পাচার নৌমানের

পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলিকে ভারত থেকেই সাহায্য় করা হয়েছে ব্যাপকভাবে। সম্প্রতি পঞ্জাব, হরিয়ানা থেকে ছয় গ্রেফতারিতে পরতে পরতে ফাঁস...
Exit mobile version