রিলায়েন্স ইন্ডাস্ট্রির (Reliance Industry) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা এবার জেনেটিক ম্যাপিংয়ের (Genetic Maping) জগতে প্রবেশ করতে চলেছেন। আম্বানি বলছেন মার্কিন স্টার্টআপ গুলোর নেতৃত্বে ভারতের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এক সম্ভাবনাময় পরিবেশ তৈরি হয়েছে। স্ট্র্যান্ড লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের (Strand Life Sciences Pvt Ltd) চিফ এক্সিকিউটিভ অফিসার রমেশ হরিহরন (Ramesh Hariharan)বলছেন, এনার্জি-টু-ই-কমার্স খুব দ্রুত জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা (genome sequencing test) করা শুরু করবে যার জন্য খরচ হবে মাত্র ১২ হাজার টাকার টাকা।
স্ট্র্যান্ড লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেড সংস্থাটি ২০২১ সালে অধিগ্রহণ করেন রিলায়েন্স কর্তা বিলিয়নেয়ার মুকেশ আম্বানি। এখন এই কোম্পানির প্রায় ৮০ শতাংশের দখল রয়েছে তাঁর হাতে। এই জিনোম পরীক্ষা, যা স্থানীয়ভাবে উপলব্ধ অন্যান্য অফারগুলির তুলনায় প্রায় ৮৬ শতাংশ সস্তা হতে চলেছে। এই পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির ক্যান্সার (Cancer),কার্ডিয়াক সমস্যা (Cardiac Issues) এবং নিউরো-ডিজেনারেটিভ রোগের (Neuro Degenerative Disease) প্রবণতা প্রকাশিত হয় । এর পাশাপাশি বংশগত জেনেটিক ব্যাধি সনাক্ত করতে পারে এই জিনোম পরীক্ষা। ভারতের প্রায় ১.৪ বিলিয়ন লোকের কাছে সাশ্রয়ী মূল্যের ব্যক্তিগত জিন-ম্যাপিং নিয়ে আসার প্রকল্প এবার বাস্তব রূপ পেতে চলেছে। রিলায়েন্স কর্তার ভাবনায় রয়েছে এক পরীক্ষিত ডেটাবেস তৈরির বিষয়টিও। এর ফলে ওষুধ তৈরি করা থেকে শুরু করে এলাকাভিত্তিক ভাবে রোগের নিরাময় করা সম্ভব হবে। স্ট্র্যান্ড লাইফ সায়েন্সের (Strand Life Sciences)সহ-প্রতিষ্ঠাতা হরিহরন জানান , এটি বিশ্বের সবচেয়ে সস্তা জিনোমিক প্রোফাইল। তিনি জানান প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যায় এটি অত্যন্ত কার্যকর ব্যবসা হতে চলেছে।