Saturday, August 23, 2025

উদ্বে*গ বাড়িয়ে ফের শিশু মৃ*ত্যু, ২৪ ঘণ্টা এআরআই ক্লিনিক খুলে রাখার নির্দেশ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

একদিকে আবহাওয়ার পরিবর্তন (Climate change) অন্যদিকে অ্যা*ডিনো, নিউ*মোনিয়া একাধিক ভাই*রাসের আক্রমণ একের পর এক শিশু মৃ*ত্যুর ঘটনায় উ*দ্বেগে চিকিৎসক মহল। রবিবারের সকালেও শো*কের ছায়া। এদিন কাকভোরে ফের আরও দুই শিশুর মৃ*ত্যু হল বিসি রায় শিশু হাসপাতালে (BC Roy Hospital)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান শিশু মৃত্যুর তালিকা। রবিবার সকাল ছটা থেকে দুপুর একটার মধ্যে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবার বি সি রায় শিশু হাসপাতালে (BC Roy Hospital) ২৪ ঘণ্টা এআরআই ক্লিনিক (ARI Clinic) খুলে রাখার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)।

এদিন ভোরে ও সকালে মারা গিয়েছে মেটিয়াবুরুজ ও মিনাখার দুই শিশু। বেলা বাড়তেই ফের শিশু মৃত্যুর খবর। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। জ্বর-সর্দকাশি এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রাণ হারালো তিন শিশু। সকলেরই বয়স দু বছরের কম বলেই হাসপাতাল সূত্রে খবর। মেটিয়াবুরুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকার আতিফা খাতুনকে গত রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। এক বছর সাত মাস বয়সের শিশুকন্যার জ্বর ও সর্দি কাশির জেরে তার মৃত্যু। অন্য দিকে, উত্তর ২৪ পরগনার, মিনাখা থানার অন্তর্গত, চৈতল এলাকার চারমাসের আরমান গাজী ছ’দিন ধরে ভর্তি হাসপাতালে ছিল। রবিবার ভোর চারটে ২০ নাগাদ তার মৃত্যু হয়। ৯ দিনে কলকাতায় মৃত্যু ৪১ জন শিশুর, দু মাসে রাজ্যে প্রায় ৯৬ জন শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই বিষয়ের দিকে নজর রেখে বিসি রায় শিশু হাসপাতালে ২৪ ঘন্টা এ আর আই ক্লিনিক (ARI Clinic) খুলে রাখার কথা বলা হয়েছে।

 

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...