Sunday, August 24, 2025

পুরোহিতকে প্রা*ণনাশের হু*মকি-মার*ধর! কাঠগড়ায় বিজেপি নেতা রাকেশ সিং

Date:

পুরোহিতকে মারধর! প্রাণে মারার হুমকির অভিযোগে ফের বিতর্কে বিজেপি নেতা রাকেশ সিং। এবার স্বনামধন্য বিজেপি নেতার বাড়ির পাশের একটি মন্দির দখলের চেষ্টায় মন্দিরের পুরোহিতকে গায়ে হাত তোলার ও প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাকেশের বিরুদ্ধে। ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী পুরোহিত। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা রাকেশ সিং।

আরও পড়ুন:Cocaine Case: রাকেশ সিংয়ের পর এবার জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা

ঠিক কী হয়েছিল?

ওয়াটগঞ্জ থানা এলাকার অর্ফ্যানগঞ্জ রোডে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বাড়ির পাশে শ্যামধাম মন্দির নিয়েই অশান্তির সূত্রপাত। অভিযোগকারী স্বামী বৃন্দাবন দাসের দাবি, মাসছয়েক আগে পর্যন্ত ওই মন্দিরের পুরোহিত ছিলেন তিনি। শনিবার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে দর্শনের জন্য ওই মন্দির দর্শনে যান তিনি।

অভিযোগ, ঠিক সেইসময়ই তাঁর উপর চড়াও হন রাকেশ সিং সহ তাঁর দলবল। উইকেট, হকি স্টিক দিয়ে বেধড়ক মারা হয় তাঁকে বলে অভিযোগ পুরোহিতের। আপাতত, একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। এক প্রত্যক্ষদর্শী মহিলা বলেন, ‘মন্দির দখলের চেষ্টা করছেন রাকেশ সিং, ওখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করছিলেন। তাই মহন্তকে মারধর করেছেন’।
অভিযোগ নস্যাৎ করে পাল্টা পুরোহিতের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘ওই পুরোহিত ওই মন্দিরের বেতনভুক পুরোহিত ছিল। অনেক লোকজন এনে নাম তুলতে বলে। কিছু মহিলা বাধা দেয়। মারধর করা হয়নি।’
পুরোহিতের অভিযোগের ভিত্তিতে, বিজেপি নেতার বিরুদ্ধে, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version