চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি, বায়ার্নের কাছে হার মেসি-এমবাপেদের

এই হারের ফলে দুই পর্ব মিলিয়ে ৩-০ গোলে হারল পিএসজি। প্রথম পর্বের খেলায় পিএসজির ঘরের মাঠে ১-০ জিতেছিল বায়ার্ন।

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পিএসজি। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় পর্বে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হারল লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেরা। এই হারের ফলে দুই পর্ব মিলিয়ে ৩-০ গোলে হারল পিএসজি। প্রথম পর্বের খেলায় পিএসজির ঘরের মাঠে ১-০ জিতেছিল বায়ার্ন। দ্বিতীয় পর্বে নিজেদের ঘরের মাঠে আরও দাপট নিয়ে খেলল তারা। পিএসজির এই হারের ফলে পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অপেক্ষা বাড়ল মেসির। অপরদিকে চ‍্যাম্পিয়ন্স লিগ অধরা রইল এমবাপের। ম‍্যাচে এদিন দু’জনই নিজের সেরা পারফরম্যান্স দিতে ব‍্যর্থ।

প্রথমার্ধে দাপট দেখায় পিএসজি। আক্রমণে গেলেও প্রথমার্ধে কোনদলই গোল করতে পারেনি। তাই প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে বায়ার্ন। ম‍্যাচের ৬১ মিনিটের মাথায় প্রথম গোল করেন এরিক ম্যাক্সিম চৌপো মোটিং। ম‍্যাচের ৮৯ মিনিটে খেলার ভাগ্য নিশ্চিত করে দেন নাব্রি। বায়ার্নের হয়ে দ্বিতীয় গোল করেন তিনি। দুই পর্ব মিলিয়ে জার্মানির ক্লাব জেতে ৩-০ গোলে। আর এই জয়ের ফলে শেষ আটে পৌঁছনো নিশ্চিত করে বায়ার্ন।

আরও পড়ুন:চতুর্থ টেস্টে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট-অশ্বিন