Sunday, November 9, 2025

রাজ্যের বিশেষ উদ্যোগ! পঞ্চায়েত এলাকাতেও এক ক্লিকেই বানান বাড়ি  

Date:

রাজ্যের সব পঞ্চায়েত এলাকাতেই (Panchayat Area) বাড়ি তৈরীর নকশা বা বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাওয়া যাবে পুর এলাকার ধাঁচেই। পাশাপাশি দমকল, বিদ্যুৎ, পরিবেশ সংক্রান্ত নানাবিধ ছাড়পত্র মিলবে অনলাইনেই (Online)। খুব শীঘ্রই পঞ্চায়েত দফতর থেকে অনলাইনে বাড়ি তৈরীর ছাড়পত্র দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradeep Majumder)।

মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে কেউ গ্রামে বাড়ি বানাতে চাইলে আর কোনও সমস্যা নেই। তাঁরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন। পঞ্চায়েত দফতর থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমান ব্যবস্থায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত গ্রামাঞ্চলে বাড়ির নকশা অনুমোদন করে। কিন্তু দফতরের হাতে পর্যাপ্ত লোক না থাকায় নকশা অনুমোদনে অনেক সময় ত্রুটি থেকে যায়। কিন্তু বর্তমানে পঞ্চায়েত এলাকাতে বহুতল, হোটেল ইত্যাদি তৈরি হওয়ার কারণে ক্রমাগত চাপ বাড়ছে। বেআইনিভাবে বাড়ির নকশা অনুমোদনের অভিযোগও উঠছে। আর সেই কারণেই বিল্ডিং প্ল্যান অনুমোদনের গোটা প্রক্রিয়া অনলাইনে হলে অনেকটাই সুষ্ঠু ও ঠিকঠাক হবে।

তবে পঞ্চায়েত দফতর জানিয়ে দিয়েছে, নতুন পরিকল্পনায় গ্রামে বাড়ি বানাতে হলে আগে অনলাইনে আবেদন জানাতে হবে। সেই সঙ্গে নকশা ও অন্যান্য কাগজপত্র আপলোড করতে হবে আবেদনের সঙ্গে। অনলাইনেই জমা নেওয়া হবে বিল্ডিং ফি। তারপরই কাগজপত্র খতিয়ে দেখে বিল্ডিং প্ল্যানে অনুমোদন মিলবে অনলাইনেই। এদিকে নির্মাণ কাজ শুরুর কথাও অনলাইনেই জানাতে পারবেন মালিক বা প্রোমোটাররা। এছাড়া বাড়ির সিসি এবং অকুপ্যান্সি সার্টিফিকেট অনলাইনেই ডাউনলোড করা যাবে।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version