Friday, August 22, 2025

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ ম‍্যাচ খেলতে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে রয়েছেন বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন। আর চতুর্থ টেস্টে ভারতের এই দুই ক্রিকেটারই নজিরের সামনে দাঁড়িয়ে। আর ৪২ রান করতে পারলে ভারতের মাটিতে ৪০০০ টেস্ট রান পূরণ করবেন বিরাট। অন‍্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ১০ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ৭০০টি উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করবেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত তিন টেস্টে তেমন রান করতে পারেননি কোহলি। কিন্তু চতুর্থ ম‍্যাচে ৪২ রান করতে পারলেই ভারতের মাটিতে ৪০০০ টেস্ট রান পূরণ করবেন বিরাট। এর আগে কেবলমাত্র এই কীর্তি অর্জন করেছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কর এবং বীরেন্দ্র সেহওয়াগ। তাই বিরাট আহমেদাবাদ টেস্টে এই মাইলফলক ছুঁলে, তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়বেন, পিছনে ফেলবেন দ্রাবিড় ও গাভাস্করকে। তবে গড়ের দিক থেকে, কোহলি সবার উপরে থাকবেন (৫৮)।

অপরদিকে রবিচন্দ্রন অশ্বিন ১০ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ৭০০টি উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করবেন। ভারতীয় এই স্পিনার টেস্ট ক্রিকেটে ৪৬৭, একদিনের ক্রিকেটে ১৫১ এবং টি-২০ ক্রিকেটে ৭২টি উইকেট নিয়েছেন। পাশাপাশি এই ম্যাচে চার উইকেট নিলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার হবেন অশ্বিন। পিছনে ফেলবেন ভারতের প্রাক্তন তারকা বোলার অনিল কুম্বলেকে, যিনি অজিদের বিরুদ্ধে ১১১টি উইকেট নিয়েছিলেন। যদিও  প্রথম দিনের শেষে একটি উইকেট নিয়েছেন অশ্বিন।

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান অস্ট্রেলিয়ার, শতরান খোয়াজার

 

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version