চতুর্থ টেস্টে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট-অশ্বিন

আর ৪২ রান করতে পারলে ভারতের মাটিতে ৪০০০ টেস্ট রান পূরণ করবেন বিরাট। অন‍্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ১০ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ৭০০টি উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করবেন।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ ম‍্যাচ খেলতে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে রয়েছেন বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন। আর চতুর্থ টেস্টে ভারতের এই দুই ক্রিকেটারই নজিরের সামনে দাঁড়িয়ে। আর ৪২ রান করতে পারলে ভারতের মাটিতে ৪০০০ টেস্ট রান পূরণ করবেন বিরাট। অন‍্যদিকে রবিচন্দ্রন অশ্বিন ১০ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ৭০০টি উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করবেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত তিন টেস্টে তেমন রান করতে পারেননি কোহলি। কিন্তু চতুর্থ ম‍্যাচে ৪২ রান করতে পারলেই ভারতের মাটিতে ৪০০০ টেস্ট রান পূরণ করবেন বিরাট। এর আগে কেবলমাত্র এই কীর্তি অর্জন করেছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কর এবং বীরেন্দ্র সেহওয়াগ। তাই বিরাট আহমেদাবাদ টেস্টে এই মাইলফলক ছুঁলে, তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়বেন, পিছনে ফেলবেন দ্রাবিড় ও গাভাস্করকে। তবে গড়ের দিক থেকে, কোহলি সবার উপরে থাকবেন (৫৮)।

অপরদিকে রবিচন্দ্রন অশ্বিন ১০ উইকেট নিতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ৭০০টি উইকেট নেওয়ার মাইলফলক অর্জন করবেন। ভারতীয় এই স্পিনার টেস্ট ক্রিকেটে ৪৬৭, একদিনের ক্রিকেটে ১৫১ এবং টি-২০ ক্রিকেটে ৭২টি উইকেট নিয়েছেন। পাশাপাশি এই ম্যাচে চার উইকেট নিলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার হবেন অশ্বিন। পিছনে ফেলবেন ভারতের প্রাক্তন তারকা বোলার অনিল কুম্বলেকে, যিনি অজিদের বিরুদ্ধে ১১১টি উইকেট নিয়েছিলেন। যদিও  প্রথম দিনের শেষে একটি উইকেট নিয়েছেন অশ্বিন।

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান অস্ট্রেলিয়ার, শতরান খোয়াজার