Wednesday, August 20, 2025

৬ মাসের মধ্যেই হবে চড়িয়াল ব্রিজের বাকি অংশের কাজ: উদ্বোধনেই ঘোষণা অভিষেকের

Date:

আগামী ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। নবনির্মিত সেতুর উদ্বোধনের দিনই জানিয়ে দিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbor) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, চড়িয়াল খালের উপর সেতুর উদ্বোধন করেন অভিষেক। সেতু নির্মাণে ৫২ কোটি টাকা খরচ হয়েছে। “ডায়মন্ডহারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। চড়িয়াল সেতু ৫০ বছর ধরে এলাকার মানুষের দাবি ছিল। বাম আমলে কোনও কাজ হয়নি।” এরপরেই অভিষেক জানান, ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। ৫২ কোটি টাকা মঞ্জুর হয়েছে চড়িয়াল ব্রিজ (Chariyal Bridge) সংলগ্ন রাস্তা মেরামতের জন্য। সেই কাজও দ্রুত শেষ হবে।

ডায়মন্ড হারবার দেশের মধ্যে একটি উদাহরণ সৃষ্টি করেছে। কোভিড থেকে শুরু করে যে কোন বিষয় এখানকার মানুষ-প্রশাসন একযোগে কাজ করেছেন। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাঁদের সাংসদ, যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ। যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেছে, সেখানেও সবাই লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী পাচ্ছেন।” অভিষেক বলেন চরিয়াল সেতু তৈরির ক্ষেত্রে পানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের অবদান অনেক এ বিষয়ে বিশেষ করে বজবজের বিধায়ক অশোক দেবের উল্লেখ করেন ডায়মন্ড হারবারের সংসদ। তিনি বলেন, এই বয়সেও যেভাবে বিধায়ক ছুটে বেড়াচ্ছেন সেটা একটা উদাহরণ।

কোভিডের কারণে চড়িয়াল সেতু কাজ দু’বছর পিছিয়ে গিয়েছিল। কিন্তু এই সেতুর আরেকটি অংশের কাজ ছয় মাসের মধ্যে শেষ হবে। রাস্তা তৈরির কাজও হবে। অভিষেক অভিযোগ করেন, কেন্দ্র সরকার যে রাস্তা তৈরি করে তা দীর্ঘস্থায়ী হয় না। তার মেরামতও হয় না। এই সমস্যার সমাধানে বিধানসভার বাজেট অধিবেশনে ‘রাস্তাশ্রী’ প্রকল্প অনুমোদন করিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘রাস্তাশ্রী’ প্রকল্পের অধীন ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করবে রাজ্য সরকার- জানান অভিষেক।


 

Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...
Exit mobile version