বাংলা বিনোদনে ‘ব্ল্যাক লেডি’র উৎসব, ফিল্মফেয়ার পুরস্কারে সেরার সেরা কারা

উৎসবের বাঙালিয়ানায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি মানেই বাংলা ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Awards Bangla 2022)। দেশের অন্যতম জনপ্রিয় এবং একই সঙ্গে প্রাচীন ও বিখ্যাত অ্যাওয়ার্ডস হল ‘ফিল্মফেয়ার’। মুম্বইয়ের পাশাপাশি এখন ফিল্মফেয়ার (Filmfare Awards) অনুষ্ঠিত হয় বাংলাতেও। এই বছর তা পঞ্চম বর্ষে পদার্পণ করল। ১০ মার্চ শুক্রবার মহানগরীতে বসলো বিনোদন জগতের কলাকুশলীদের সম্মানিত করার আসর। বাংলা ফিল্ম ফেয়ার ২০২২ – এ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (Lifetime Achievement Award) পেলেন কিংবদন্তি অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। ‘প্রজাপতি’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য বর্ষসেরা অভিনেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। এখানেই শেষ নয় ২০২২ সালের সেরা ছবির যুগ্ম বিজেতা পেল বঙ্গ।

নাচে গানে জমজমাট বাংলা বিনোদন জগতের সবথেকে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চ।অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন যুবতীদের হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য সঙ্গে ছিলেন অঙ্কুশ হাজরা এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-র অনুষ্ঠানে পারফর্ম করেন নুসরত জাহান, মনামী ঘোষ, সঞ্জনা বন্দ্যোপাধ্যায় এবং দর্শনা বনিক সহ বাংলা ছবির দুনিয়ায় আরও বেশকিছু বড় তারকা। বিশ্বনাথ বসু এবং অম্বরীশ ভট্টাচার্যের কমিক রিলিফ মন জয় করে নেয় দর্শকদের।

এক নজরে দেখে নেয়া যাক কাদের হাতে উঠল এবছরের ব্ল্যাক লেডি

ফিল্মফেয়ার বাংলা ২০২২

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

অপর্ণা সেন (অভিনেত্রী ও পরিচালক)

সেরা ছবি

দোস্তজী

বল্লভপুরের রূপকথা

সমালোচকদের বিচারে সেরা ছবি

দ্যা হোলি কনস্পিরেসি (অভিনয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ)

অভিযান (পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়)

সেরা পরিচালক

প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)

সেরা অভিনেতা

মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা

যিশু সেনগুপ্ত (অভিযান)

সেরা সহ-অভিনেতা

শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)

সেরা অভিনেত্রী

স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী)

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী

শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায়চৌধুরী (মহানন্দা)

সেরা সহ-অভিনেত্রী

মমতা শঙ্কর (প্রজাপতি)

সেরা নবাগত অভিনেতা

অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম)

সেরা নবাগত অভিনেত্রী

শ্রুতি দাস (এক্স = প্রেম)

সেরা নবাগত পরিচালক

ঈশান ঘোষ (ঝিল্লি) ও কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)

সেরা গায়ক

অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)

সেরা গায়িকা

কৌশিকী চক্রবর্তী- কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)

সেরা গীতিকার

অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)

সেরা মিউজিক অ্যালবাম

ইন্দ্রদীপ দাস গুপ্ত (বিসমিল্লাহ)

সেরা সাউন্ড ডিজাইন

তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)

সেরা সম্পাদক

অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)

সেরা প্রোডাকশন ডিজাইন

সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)

সেরা আবহ সঙ্গীত

বিক্রম ঘোষ (মহানন্দা)

সেরা সিনেমাটোগ্রাফি

ইশান ঘোষ (ঝিল্লি) ও তুহিন বিশ্বাস (দোস্তজী)

সেরা পোশাক ডিজাইন

সুচিস্মিতা দাসগুপ্ত (অপরাজিত)

সেরা মৌলিক গল্প

কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)

সেরা চিত্রনাট্য

প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)

সেরা সংলাপ

প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)

আরও পড়ুন- অনলাইনে জমি মিউটেশনে আয় বেড়েছে রাজ্যের !

Previous articleঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে কী বললেন অশ্বিন?
Next articleঅকাল কালবৈশাখীতে ভিজল দক্ষিণবঙ্গ