অকাল কালবৈশাখীতে ভিজল দক্ষিণবঙ্গ

কয়েক দিনের মধ্যেই কালবৈশাখী আসতে পারে রাজ্যে। বাংলায় বসন্তের প্রথম ঝড়বৃষ্টির কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতোই শুক্রবারে সন্ধ্যায় অকাল কালবৈশাখীতে ভিজল দক্ষিণবঙ্গ। বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই হয়তো দেখা মিলবে কালবৈশাখীর। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে বলে মনে করা হচ্ছে।সাধারণত চৈত্র বৈশাখ মাসে ছোটনাগপুর মালভূমি এলাকায় যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তার জেরেই ঝড় বৃষ্টি হয়। জানা যাচ্ছে, রাজ্যে ইতিমধ্যেই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। শনিবার রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে। তবে কলকাতা কিংবা উপকূলীয় জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থাকবে। তবে আগামী বুধবার কলকাতা সহ দুই বঙ্গে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা।

আরও পড়ুন- বাংলা বিনোদনে ‘ব্ল্যাক লেডি’র উৎসব, ফিল্মফেয়ার পুরস্কারে সেরার সেরা কারা

Previous articleবাংলা বিনোদনে ‘ব্ল্যাক লেডি’র উৎসব, ফিল্মফেয়ার পুরস্কারে সেরার সেরা কারা
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ