Wednesday, December 17, 2025

হাই কোর্টের নির্দেশের পরই বাতিল গ্রুপ সি-র ৫৭ জনের চাকরি! বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

Date:

Share post:

শুক্রবারই গ্রুপ সি-র (Group C) ৮৪২ জন চাকরিপ্রার্থীর মধ্যে ৫৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আর শনিবার এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার দুপুর ১২টার মধ্যে ওই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। এমনকী তাঁরা যাতে শনিবার থেকে আর স্কুলে ঢুকতে না পারে তাও নিশ্চিত করতে বলা হয়েছিল। সেই নির্দেশের পরই তৎপর হয় স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রথম দফায় ৫৭ জনের চাকরি বাতিল করা হল। উল্লেখ্য, হাইকোর্ট যে ৮৪২ জনের চাকরি বাতিল করেছে তাঁদের মধ্যেই ছিলেন এই ৫৭ জন। এই ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, কমিশনের সুপারিশপত্র ছাড়াই চাকরি পেয়েছিলেন তাঁরা।

উল্লেখ্য, এসএসসির সুপারিশপত্র ছাড়াই ‘গ্রুপ সি’-তে চাকরি করছেন ৫৭ জন। শুক্রবার বিষয়টি নজরে আসতেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ময় প্রকাশ করেন। চাকরিজীবীদের সুপারিশপত্র কে দিয়েছেন, তা নিয়ে মন্তব্যের পর শনিবার দুপুর ১২টার মধ্যে ৮৪২ জনের মধ্যে ৫৭ জনের তালিকা প্রকাশ করার কথা বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিষয়টি শুনে বিস্মিত হন বিচারপতি। কীভাবে এমন সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপরই কমিশনকে নির্দেশ দেন, ওই ৫৭ জনের তালিকা প্রকাশ করার জন্য। এরপর শুক্রবারই দুপুর সাড়ে তিনটের পর ফের মামলার শুনানিতে ওই ৫৭ জন সহ ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই কমিশনকে তিনি নির্দেশ দেন, শনিবার বেলা বারোটার মধ্যে সবার সুপারিশপত্র বাতিল করতে হবে এবং দুপুর তিনটের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকেও নিয়োগপত্র বাতিলেরও নির্দেশ দেন। সেই নির্দেশের পরই ৫৭ জনের চাকরি বাতিল করল এসএসসি।

তবে ওই ৫৭ জন কারা, তাঁদের নাম কী, রোল নম্বর কী, এখন তাঁরা কোন স্কুলে কর্মরত তার সমস্ত তথ্য তালিকায় প্রকাশ করা হয়েছে। ওই ৫৭ জনের কাছে কমিশনের সুপারিশপত্র না থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগপত্র রয়েছে তা নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

 

 

spot_img

Related articles

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...