আগামী সপ্তাহে সাগরদিঘি নিয়ে দলনেত্রীকে রিপোর্ট দেবেন সিদ্দিকুল্লা- রব্বানিরা

সাগরদিঘি উপনির্বাচনে(Sagardighi bypoll election) হারের কারণ খুঁজতে দলীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সমস্যার সূত্র খুঁজতে দায়িত্ব দেওয়া হয় সিদ্দিকুল্লা চৌধুরী, গোলাম রব্বানি, জাভেদ খান সাবিনা ইয়াসমিনদের। জানা গেল, আগামী সপ্তাহেই তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রিপোর্ট জমা দিতে চলেছেন তারা।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দফায় দফায় এই কমিটি নিজেদের মধ্যে পর্যালোচনা বৈঠক করেন। সূত্রের খবর, সাগরদিঘির বিভিন্ন ব্লকের নেতাদের সঙ্গে কথা বলে একাধিক সাংগঠনিক দুর্বলতা ও আরও নানবিধ পয়েন্ট উঠে এসেছে যা দলগত ভাবে মেরামতের প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দলনেত্রীর কাছে পাঠাবেন কমিটির সদস্যরা।

আরও পড়ুন- ‘’স্বামী পরিত্যক্ত মহিলাকে বিধবা আখ্যা অপমানজনক”, বিধানসভার মন জয় রত্নার

Previous article‘’স্বামী পরিত্যক্ত মহিলাকে বিধবা আখ্যা অপমানজনক”, বিধানসভার মন জয় রত্নার
Next articleভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচ নিয়ে মুখ খুললেন সৌরভ, আহমেদাবাদের পিচ নিয়ে কী বললেন মহারাজ?