দাপট দেখাতে পারে কালবৈশাখী! ভিজবে রাজ্যের একাধিক জেলা

আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর (Kalbaishakhi) সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। তবে তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এইসব জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ মার্চ অর্থাৎ রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

তবে সোমবার সকালের মধ্যে বৃষ্টিপাত কমলেও আপাতত জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়েছে হাওয়া অফিস।

 

 

 

Previous articleনিম্নমুখী অ্যা*ডিনোর গ্রাফ! ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন রাজ্যের
Next article‘’স্বামী পরিত্যক্ত মহিলাকে বিধবা আখ্যা অপমানজনক”, বিধানসভার মন জয় রত্নার