Sunday, November 16, 2025

রাজনৈতিক স্বার্থে গোয়েন্দা তথ্য ব্যবহার! মণীশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিবিআইয়ের

Date:

আবগারি দুর্নীতি মামলায় প্রথমে ইডি ও পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish sisodia)। এরই মাঝে এবার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ‘রাজনৈতিক স্বার্থে’ গোয়েন্দা তথ্য ব্যবহার করেছেন মণীশ সিসোদিয়া। সিবিআই সূত্রে খবর, দিল্লি সরকারের ‘ফিডব্যাক ইউনিট’-এর মাধ্যমে বিভিন্ন বিরোধী দল সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করতেন সিসোদিয়া-সহ মোট ৬ জন ব্যক্তি। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই এফআইআর(FIR) দায়ের করা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, ২০১৫ সালে দিল্লির আপ সরকার তাদের অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং স্বশাসিত সংস্থার তথ্য হাতে পাওয়ার জন্য এই ফিডব্যাক ইউনিট তৈরি করে। কিন্তু যথার্থ নিয়ম মেনে এই ইউনিট তৈরি করা হয়নি বলে অভিযোগ ওঠে। এমনকি দিল্লির উপরাজ্যপালকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে দাবি করা হয়। গত ফেব্রুয়ারি মাসে সিবিআই দাবি করে যে, ফিডব্যাক ইউনিট থেকে পাওয়া তথ্য রাজনৈতিক ভাবে ব্যবহার করেছেন সিসোদিয়ারা। এই বিভাগ তৈরি করে সরকারি কোষাগারের ৩৬ লক্ষ টাকা নয়ছয় করা হয়েছে বলেও দাবি করা হয়। এ বার গোয়েন্দা তথ্য হাতানোর অভিযোগে সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করতে চাইছে সিবিআই। যদিও সিবিআইয়ের এহেন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি। মণীশের সমর্থনে এদিন টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, মণীশকে দীর্ঘদিন জেলে বন্দি করে রাখতেই প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাড় করানোর পরিকল্পনা করছেন। এটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version