Tuesday, August 26, 2025

রাজনৈতিক স্বার্থে গোয়েন্দা তথ্য ব্যবহার! মণীশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সিবিআইয়ের

Date:

আবগারি দুর্নীতি মামলায় প্রথমে ইডি ও পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া(Manish sisodia)। এরই মাঝে এবার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ‘রাজনৈতিক স্বার্থে’ গোয়েন্দা তথ্য ব্যবহার করেছেন মণীশ সিসোদিয়া। সিবিআই সূত্রে খবর, দিল্লি সরকারের ‘ফিডব্যাক ইউনিট’-এর মাধ্যমে বিভিন্ন বিরোধী দল সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করতেন সিসোদিয়া-সহ মোট ৬ জন ব্যক্তি। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই এফআইআর(FIR) দায়ের করা হয়েছে।

সিবিআই সূত্রে খবর, ২০১৫ সালে দিল্লির আপ সরকার তাদের অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং স্বশাসিত সংস্থার তথ্য হাতে পাওয়ার জন্য এই ফিডব্যাক ইউনিট তৈরি করে। কিন্তু যথার্থ নিয়ম মেনে এই ইউনিট তৈরি করা হয়নি বলে অভিযোগ ওঠে। এমনকি দিল্লির উপরাজ্যপালকেও এই বিষয়ে কিছু জানানো হয়নি বলে দাবি করা হয়। গত ফেব্রুয়ারি মাসে সিবিআই দাবি করে যে, ফিডব্যাক ইউনিট থেকে পাওয়া তথ্য রাজনৈতিক ভাবে ব্যবহার করেছেন সিসোদিয়ারা। এই বিভাগ তৈরি করে সরকারি কোষাগারের ৩৬ লক্ষ টাকা নয়ছয় করা হয়েছে বলেও দাবি করা হয়। এ বার গোয়েন্দা তথ্য হাতানোর অভিযোগে সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করতে চাইছে সিবিআই। যদিও সিবিআইয়ের এহেন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি। মণীশের সমর্থনে এদিন টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, মণীশকে দীর্ঘদিন জেলে বন্দি করে রাখতেই প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাড় করানোর পরিকল্পনা করছেন। এটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version