পশুর ব্যবসার আড়ালে মা*দকের কারবার! পুলিশের হাতে গ্রেফতার ৩

সল্টলেকের ফ্ল্যাটে মাদক ব্যবসার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে সল্টলেকের একটি বহুতলে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।বহুক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ৫ কেজি মাদক।

আরও পড়ুন:“এক ডাকে অভিষেক”-এ ডায়াল করতেই অরূপের নির্দেশে বিদ্যুতহীন উত্তরবঙ্গে ফিরল আলো

পুলিশ সূত্রের খবর, দক্ষিণ বিধাননগর থানার অন্তর্গত নওভাঙা সেক্টর-৪ এলাকায় হানা দিয়ে প্রায় সাড়ে ৩ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মিলেছে হেরোইন এবং ব্রাউন সুগারের মতো মাদক তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় দেড় কিলোগ্রাম রাসায়নিক।


ধৃতেরা হলেন মোমিন খান এবং তাঁর স্ত্রী মেহতাব বেগম পশু পালনের ব্যবসা করতেন বলে স্থানীয়েরা জানিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। ধাপার মনপুর এলাকায় তাঁদের একটি ফ্ল্যাট রয়েছে।ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে বিধাননগর দক্ষিণ থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে।

 

 

Previous article“এক ডাকে অভিষেক”-এ ডায়াল করতেই অরূপের নির্দেশে বিদ্যুতহীন উত্তরবঙ্গে ফিরল আলো
Next article“আমি প্রস্তুত, আমি জেলে যেতে চাই”, কেন এমন বললেন মহুয়া মৈত্র?