পূর্বাভাস মতো ভিজল মহানগর, ঝ*ড়ো হাওয়ার দাপট দক্ষিণবঙ্গ জুড়ে

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার রাতে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট। অসময়ের কালবৈশাখী। এদিন রাত ১০টা নাগাদ কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার একাধিক এলাকাতেও ঝোড়ো হাওয়ার দাপট দেখা যায়। সঙ্গে হালকা বৃষ্টি (Rain)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় প্রবল বেগে ঝড়ের সম্ভবনা ছিল। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আগামী ২১ তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১৯ তারিখ পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়াতে। ২০ এবং ২১ তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে।

আরও পড়ুন:রাজ্যে ফের দুয়ারে সরকার , শীঘ্রই জারি হবে বিবৃতি !

 

 

Previous articleশনিবার আইএসএল ফাইনালে নামছে এটিকে মোহনবাগান, ট্রফি জিততে মরিয়া বাগান ব্রিগেড
Next article১০০ দিনের কাজ ও গ্রামোন্নয়ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র, উদ্বিগ্ন সংসদীয় স্থায়ী কমিটি