Thursday, November 13, 2025

দ্বন্দ্ব নয় ঐক্যবদ্ধ তৃণমূল, সওকতের নেতৃত্বে ভাঙড়ে মিছিল তৃণমূলের

Date:

দীর্ঘ দিনের দ্বন্দ্ব মিটিয়ে পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) আগে ভাঙড়ে(Bhangar) দলকে শক্তিশালী করতে সওকত মোল্লাকে(Sawkat Molla) দায়িত্ব দিয়েছে তৃণমূল(TMC)। এরপরই বৃহস্পতিবার ভাঙড়ে ঐক্যবদ্ধ মিছিল করল তৃণমূল। এই মিছিলে একত্রে হাঁটলেন সওকত মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, কাশেফুল কারিব খান সহ অন্যান্য নেতৃত্বরা।

পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশ মেনে বৃহস্পতিবার করা হয় এই মিছিল। বাসন্তী হাইওয়েতে এদিন মৌছিল করেন সওকত মোল্লা, কাইজার আহমেদ, আরাবুল ইসলাম সকলেই। ভাঙড়ের বড়ালী ঘাট থেকে ঘটকপুকুর পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার বিরাট মিছিল করা হয় বৃহস্পতিবার বিকালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মিছিল শুরু করা হয় পীরক্ষা শেষে। কয়েক হাজার মানুষের জমায়েত হয় এই মিছিলে। মূলত গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার প্রতি কুৎসিত মন্তব্য করায় প্রতিবাদের এই মিছিল করা হয়। ধিক্কার মিছিল বলা হলেও ঐক্যবদ্ধ তৃণমূলকে দেখানো হয়েছিল এই মিছিলের মূল লক্ষ্য। এদিন এই মিছিলের শেষে সওকত মোল্লা সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন, ফুরফুরা শরীফের পরিকল্পিত ভাবে আমাকে খুন করার চেষ্টা হয়েছিল। তারই প্রতিবাদে এদিনের এই মিছিল। ধর্মীয় স্থান থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা কখনোই কাম্য নয়। আমরা তার প্রতিবাদ জানাই। মুখে কালো কাপড় বেঁধে এ দিন মিছিলে উপস্থিত হন তৃণমূলের কর্মী সমর্থকরা।

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version