Weather Update : শনির আকাশে অশনি! ঝেঁপে বৃষ্টি আসছে, জানাল হাওয়া অফিস

আবহাওয়া দফতর বলছে ঝড়-বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। রাজ্যের ১০ থেকে ১১ জেলায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

শনিবারেও বড় দুর্যোগের মধ্যে পড়তে চলেছে বাংলা (West Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে চলেছে। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া , ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের আশঙ্কা।

আবহাওয়া দফতর বলছে ঝড়-বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। রাজ্যের ১০ থেকে ১১ জেলায় রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসউত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

 

Previous articleগ্রুপ C-তে নিয়োগ শুরু, নির্দেশিকা প্রকাশ পর্ষদের ! 
Next articleশনিবারে শান্তনু সাম্রাজ্যের সন্ধানে হুগলিতে ইডি !