Monday, November 3, 2025

আচমকা ছাঁটাই কয়েক হাজার! সিইও পিচাইকে ‘খোলা চিঠি’ গুগল কর্মীদের

Date:

Share post:

জানুয়ারি মাসেই (January) চাকরি ছাঁটাইয়ের (Job Layoffs) কথা ঘোষণা করেছিলেন। কর্মীদের উদ্দেশে ইমেল (Email) পাঠিয়ে জানিয়েছিলেন এই ছাঁটাইয়ের দায় পুরোপুরি তাঁর। কিন্তু সংস্থা যে ব্যবসা বাড়াতে কাজ করছে সেকথা তিনি স্পষ্ট করে দেন। আর এর মধ্যেই গুগলের (Google) মূল কোম্পানি অ্যালফাবেট (Alphabet) ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণার পরই এবার কোম্পানির সিইওকে (CEO) খোলা চিঠি দিলেন কর্মীদের এক বড় অংশ। সুন্দর পিচাইকে (Sundar Pichai) লেখা চিঠিতে বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন কর্মীরা।

সুন্দর পিচাইকে লেখা চিঠিতে গুগলের কর্মীরা জানিয়েছেন, এখন তাঁদের চাকরি গেলেও ভবিষ্যতে কোম্পানিতে যদি পুনরায় নিয়োগ করা হয় সেক্ষেত্রে যেন ছাঁটাই হয়ে যাওয়া কর্মীরাই অগ্রাধিকার পান। তবে এক আন্তর্জাতিক রিপোর্ট জানাচ্ছে, চিঠিতে নিয়োগ বন্ধের প্রসঙ্গই সিইও-র কাছে তুলে ধরেছেন কর্মীরা। পাশাপাশি ইউক্রেনের মতো জর্জরিত দেশগুলির কর্মচারীদের ছাঁটাই না করারও আবেদন জানিয়েছে কর্মচারীরা। কিন্তু কোনও কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলে তাঁদের যেন অন্তত আগেভাগে নোটিশ সার্ভ(Notice Serve) করার অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, মেটার কর্মী ছাঁটাইয়ের পরিসংখ্যান রীতিমতো আতঙ্ক ধরাচ্ছে। গতবছর অর্থাৎ ২০২২ সালেই প্রথম দফায় ১১ এবং পরের দফায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে মেটা কর্তৃপক্ষ। আর সেই সময়ের পর থেকেই আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। অবশেষে সেই ভাবনাই সত্যি হল। চলতি বছরই ফের ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা সংস্থা। ইমেলের মাধ্যমে কর্মীদের ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। আর তারপরই ক্ষুব্ধ কর্মীরা চিঠি দিলেন সুন্দর পিচাইকে।

 

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...