Monday, May 5, 2025

জেরা চলাকালীন ম.র্মান্তিক পরিণতি কনস্টেবলের! মুখ পু.ড়ল সিবিআই-র

Date:

Share post:

জেরা চলাকালীন মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের (Police Constable)। ঘটনায় এবার বড়সড় বিতর্কের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, সম্প্রতি ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) ওই পুলিশ কনস্টেবেল। এরপরই তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তারপরই কনস্টেবলকে জেরা চলাকালীন জেরা চলাকালীন জ্ঞান হারান ওই ব্যক্তি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে ভূস্বর্গে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে (Post Mortem) পাঠানো হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হল তার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ (Police)।

জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়া জেলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত হেড কনস্টেবলের নাম মুস্তাক আহমেদ। তিনি উপত্যকার বিল্লাওয়ারের বাসিন্দা। তিনি কাঠুয়ার মহিলা থানায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, ডিউটি চলাকালীন এক অভিযোগকারিণীর থেকে ৩ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান তিনি। এরপরেই সিবিআই মুস্তাককে গ্রেফতার (Arrest) করে। জানা গিয়েছে, মহিলা থানারই একটি ঘরে বসিয়ে অভিযুক্তকে জেরা করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সময় আচমকাই জ্ঞান হারান তিনি।এরপর দ্রুত তাঁকে নিকটবর্তী সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মুস্তাকের মৃত্যু হয়।

আএ এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, সিবিআই জেরার সময় কীভাবে মৃত্যু হল অভিযুক্তের? তবে এই বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। কিন্তু জেরা চলাকালীন কীভাবে একজনের মৃত্যু হল তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। ঘটনায় রীতিমতো মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

 

 

spot_img
spot_img

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...