আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েই পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন প্রীতম

এদিন মোহনবাগানকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিল হাজার হাজার সমর্থক। সমর্থকদের এই ভালোবাসায় আপ্লুত প্রীতম।

শনিবার রাতে ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। ট্রফি নিয়ে রবিবার শহরে ফেরে বাগান ব্রিগেড। ট্রফির জয়ের পর উৎসবের আমেজে সবুজ মেরুন শিবির। তবে এই জয়ের আনন্দে ভেসে যেতে রাজি নন বাগান অধিনায়ক প্রীতম কোটাল। শহরে পা দিয়ে পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রীতম বলেন,” ট্রফি জিতে সত‍্যি ভালো লাগছে। তবে এখন আমাদের পরবর্তী লক্ষ‍্য সুপার কাপ। আমরা সুপার কাপের জন‍্য এবার নিজেদের তৈরি করব।”

এদিন মোহনবাগানকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিল হাজার হাজার সমর্থক। সমর্থকদের এই ভালোবাসায় আপ্লুত প্রীতম। তিনি বলেন,” খুব ভালো লাগছে সমর্থকদের এরকম ভালোবাসায়। এটাই আশা করছিলাম। তবে বাইরে থেকে যেই ফুটবলাররা এসেছে তারা জানত না। ওরাও দেখে খুব খুশি। আমি সমর্থকদের এটাই বলবো তোমরা এরকমভাবেই পাশে থেকো।”

আরও পড়ুন:পরবর্তী মরশুমে কোচ জুয়ানেই ভরসা বাগানের


 

Previous articleমিথ্যে প্রেমেই বাজিমাত রণবীরের, ১১ দিনেই রেকর্ড ‘মাক্কার মিকি’র
Next articleবিরোধী জোটের মুখ কি মমতাই? কলকাতায় খোলসা করলেন অখিলেশ