Friday, November 14, 2025

বাংলার ৮ লক্ষ পড়ুয়াকে ১৪০০ কোটি টাকা বৃত্তি দিচ্ছে রাজ্য

Date:

মেধাবী পড়ুয়াদের পাশে রাজ্য সরকার। আর্থিক কারণে রাতে রাজ্যের কোনও পড়ুয়ার পড়া বন্ধ না হয়ে যায়, মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ। অভাবী-মেধাবীদের পাশে আছে মমতার সরকার। বাংলার ৮ লক্ষ পড়ুয়াকে এই স্কলারশিপ বা বৃত্তি দিতে এবার প্রায় ১৪০০ কোটি টাকা খরচ হচ্ছে। এই খাতে গত আর্থিক বছরের উদ্বৃত্ত ছিল প্রায় ৩০০ কোটি টাকা। সেই সঙ্গে চলতি অর্থবর্ষের ১১০০ কোটি টাকা যুক্ত করে এই টাকার ব্যবস্থা করা হয়েছে।

চলতি মাসের ৩১ মার্চের মধ্যে প্রত্যেক যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার।
রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, নতুন আবেদনকারীর পাশাপাশি আগে যারা এই বৃত্তি পেয়েছেন, তেমন পড়ুয়ারা আবেদন করলেও বৃত্তি দেওয়া হয়। এবার অনলাইনে প্রায় ৯ লক্ষ ফর্ম জমা পড়েছে । সেখান থেকে বাছাইয়ের পর স্কলারশিপ প্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে আট লক্ষের সামান্য বেশি। সাধারণ ডিগ্রি কলেজে পড়াশোনা করছেন, এমন প্রায় তিন লক্ষ পড়ুয়া বৃত্তির জন্য আবেদন করেছেন। এছাড়া পলিটেকনিক, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং বিভাগের অনেক ছাত্রছাত্রী বৃত্তির জন্য আবেদন করেছেন। সেই সঙ্গে ৮৪ হাজার উচ্চ মাধ্যমিক পড়ুয়াও ফর্ম জমা করেছে বলে জানা গিয়েছে।

উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চলছে। ছ’লক্ষের বেশি পড়ুয়া ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন।

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই মুর্শিদাবাদ সফরে মমতা

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version