Friday, November 14, 2025

মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক, অস্তিত্ব সচেতনতা তৈরি করতে এক অন্য ধরনের উদ্যোগ নিয়েছিল মার্লিন গ্রপ। কলকাতায় নেচার ফটোগ্রাফিকে কেন্দ্র করে  চলতি মাসের ১১ এবং ১২ মার্চ  অনুষ্ঠিত হল ফটোগ্রাফি কন্টেস্ট এবং ওয়ার্কশপ।  আজ সেই  লেন্সবন্দি ছবিগুলি নিয়ে প্রদর্শনী হয়।

এই প্রতিযোগিতার বিচারক এবং গাইড হিসাবে  ছিলেন, চিত্রগ্রাহক পুবারুন বসু এবং বিশাখা দত্ত। আজ অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান  সুশীল মোহতা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং চিত্রগ্রাহক সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা-পরিচালক অরিন্দম শীল, পরমব্রত চ্যাটার্জি এবং ঋতব্রত মুখার্জি। সব্যসাচী চক্রবর্তী নিজের ফটোগ্রাফি জীবনের কিছু টুকরো টুকরো অভিজ্ঞতা  তুলে ধরেন।

মার্লিন গ্রিন ফ্রেম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পল্লব রায় চৌধুরী। ল্যান্ডস্কেপ বা প্রকৃতি বিষয়ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন এলিজ সুজুকি এবং রানার আপ হয়েছেন পৃথা রায়।  পাখি বিভাগে  প্রথম হয়েছেন পল্লব রায় চৌধুরী, এবং রানার আপ হয়েছেন প্রদীপ্ত মৌলিক।

লাইফ ইন অ্যাকশন বিভাগে প্রথম হয়েছেন অরিন্দম সাঁতরা এবং রানার আপ হয়েছেন এলিজ সুজুকি। ফ্লোরা এন্ড ফনা বিভাগে প্রথম হয়েছেন অভিষেক পাল এবং রানার আপ হয়েছেন সৌমাল্য দাস৷ ম্যাক্রো বিভাগে প্রথম স্থান পেয়েছেন সুমন ব্যানার্জি এবং রানার আপ  হয়েছেন অরিন্দম সাঁতরা।

উদ্যোক্তাদের বক্তব্য, এই ধরনের উদ্যোগের আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগকে সফল করতে  এগিয়ে এসছিল সনি ইন্ডিয়া।

 

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version