Friday, August 22, 2025

মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক, অস্তিত্ব সচেতনতা তৈরি করতে এক অন্য ধরনের উদ্যোগ নিয়েছিল মার্লিন গ্রপ। কলকাতায় নেচার ফটোগ্রাফিকে কেন্দ্র করে  চলতি মাসের ১১ এবং ১২ মার্চ  অনুষ্ঠিত হল ফটোগ্রাফি কন্টেস্ট এবং ওয়ার্কশপ।  আজ সেই  লেন্সবন্দি ছবিগুলি নিয়ে প্রদর্শনী হয়।

এই প্রতিযোগিতার বিচারক এবং গাইড হিসাবে  ছিলেন, চিত্রগ্রাহক পুবারুন বসু এবং বিশাখা দত্ত। আজ অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান  সুশীল মোহতা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং চিত্রগ্রাহক সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা-পরিচালক অরিন্দম শীল, পরমব্রত চ্যাটার্জি এবং ঋতব্রত মুখার্জি। সব্যসাচী চক্রবর্তী নিজের ফটোগ্রাফি জীবনের কিছু টুকরো টুকরো অভিজ্ঞতা  তুলে ধরেন।

মার্লিন গ্রিন ফ্রেম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পল্লব রায় চৌধুরী। ল্যান্ডস্কেপ বা প্রকৃতি বিষয়ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন এলিজ সুজুকি এবং রানার আপ হয়েছেন পৃথা রায়।  পাখি বিভাগে  প্রথম হয়েছেন পল্লব রায় চৌধুরী, এবং রানার আপ হয়েছেন প্রদীপ্ত মৌলিক।

লাইফ ইন অ্যাকশন বিভাগে প্রথম হয়েছেন অরিন্দম সাঁতরা এবং রানার আপ হয়েছেন এলিজ সুজুকি। ফ্লোরা এন্ড ফনা বিভাগে প্রথম হয়েছেন অভিষেক পাল এবং রানার আপ হয়েছেন সৌমাল্য দাস৷ ম্যাক্রো বিভাগে প্রথম স্থান পেয়েছেন সুমন ব্যানার্জি এবং রানার আপ  হয়েছেন অরিন্দম সাঁতরা।

উদ্যোক্তাদের বক্তব্য, এই ধরনের উদ্যোগের আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগকে সফল করতে  এগিয়ে এসছিল সনি ইন্ডিয়া।

 

Related articles

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...
Exit mobile version