তিন বছর পর টেস্টে শতরান পেয়ে ডিভিলিয়ার্সকে কী বললেন বিরাট?

এর পাশাপাশি বিরাট আরও বলেন," ডিভিলিয়ার্সের সঙ্গে আমার যোগাযোগ ছিল। ও জানে আমি টেস্ট ক্রিকেটকে কতটা গুরুত্ব দিই।

প্রায় সাড়ে তিন বছর টেস্টে শতরান পেয়েছেন বিরাট কোহলি। টি-২০ এবং একদিনের ফর্ম‍্যাটে শতরান এলেও, টেস্টে শতরান আসছিল না বিরাটের। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে শতরান পেয়েছেন প্রাক্তন অধিনায়ক। আর এতেই নাকি মুক্তির আনন্দ পেয়েছিলেন কোহলি। এদিন এবি ডিভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে এমনটাই বললেন বিরাট।

এদিন বিরাট বলেন, “যখন আমি আহমেদাবাদে শতরান করলাম, তখন আমার মনে একটা অদ্ভুত শান্তি এসেছিল। মুক্তির শান্তি। অনুশীলনের সময় মনের মধ্যে কোনও চাপ কাজ করছিল না। সব মিলিয়ে মন অনেক বেশি ফুরফুরে ছিল।”

এর পাশাপাশি বিরাট আরও বলেন,” ডিভিলিয়ার্সের সঙ্গে আমার যোগাযোগ ছিল। ও জানে আমি টেস্ট ক্রিকেটকে কতটা গুরুত্ব দিই। সাদা বলের ক্রিকেটে শতরান করলেও লাল বলের ক্রিকেটে শতরানের জন্য ছটফট করছিলাম। শেষ পর্যন্ত পেয়েছি।”

আরও পড়ুন:মেসির সঙ্গে চুক্তি বাড়াতে রাজি নয় পিএসজি: রিপোর্ট


 

Previous articleপুরীতে মমতা: বুধে মন্দিরে পুজো, গেস্ট হাউসের জমি পরিদর্শন
Next articleকেষ্টর মাথা থেকে এবার হাত তুলতে চলেছে তৃণমূল? রাজ্যের মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য