পরীক্ষার্থীদের সুবিদার্থে রবিবারেও অতিরিক্ত মেট্রো

আগামি রবিবার ২৬ মার্চ রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি ) এক্সামিনেশন। তাই পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বাড়তি মেট্রো চালানোর কথা ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন:সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ১৯ জুন বাড়তি ট্রেন চালাবে মেট্রো

বুধবার কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী রবিবার উত্তর-দক্ষিণ করিডরে অতিরিক্ত মেট্রো চালানো হবে। ওইদিন সকাল ৯টার পরিবর্তে সকাল আটটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা। শুধু তাই নয়, ১৩০টির পরিবর্তে সবমিলিয়ে চলবে ১৩৮ ট্রেন। এর মধ্যে ১৩৩টি ট্রেন চলবে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ স্টেশনের মধ্যে চালানো হবে।


এমনিতে রবিবার ১৫ মিনিট অন্তর ট্রেন চলে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিদার্থে আগামী রবিবার পরীক্ষার আগে সাত মিনিটের অন্তরে মেট্রো চলবে। বিকেলের দিকে উত্তর-দক্ষিণ করিডরে ১০ মিনিটের অন্তরে মেট্রো পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। তবে ওইদিন শেষ ট্রেনের সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

 

 

Previous articleসা.বধান! গুগল পে ও ফোন পে-এর সাহায্যে প্রতরণা! কী করবেন বলছেন সাইবার বিশেষজ্ঞ
Next articleCBI-এর ক্ষমতা ও কাজের সংজ্ঞা নির্ধারণে নয়া আইনের সুপারিশ সংসদীয় কমিটির