বুমরাহকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের : সূত্র

জানা যাচ্ছে, ভিভিএস লক্ষ্মণ ছাড়া বুমরাহর চোটের আপডেট নিয়ে আর কারও কাছে কোনও তথ্য নেই।

সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে যশপ্রীত বুমরাহর। এই মুহূর্তে ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন ভারতের এই তারকা বোলার। আর এবার সেই বুমরাহকে নিয়ে এল বড় খবর। সূত্রের খবর, বুমরাহর চোটের আপডেট নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চাইছে বোর্ড। জানা যাচ্ছে, ভিভিএস লক্ষ্মণ ছাড়া বুমরাহর চোটের আপডেট নিয়ে আর কারও কাছে কোনও তথ্য নেই। সূত্রের খবর, বুমরাহের কাছ থেকে নিয়মিত আপডেট পাওয়ার জন্য বিসিসিআই একমাত্র প্রতিনিধি হিসেবে লক্ষ্মণকেই দায়িত্ব দিয়েছে। এমনকি নির্বাচকদের কাছেও বুমরাহর সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা নেই।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক কর্তা বলেন, “বিসিসিআই-এর অনেকেই বুমরাহর চোটের আপডেট সম্পর্কে কিছুই জানেন না। শুধুমাত্র ভিভিএস লক্ষ্মণ এবং এনসিএ-র ডাক্তার ও ফিজিওরা বুমরাহর সঙ্গে কথা বলতে পারবেন। এমনকি জাতীয় নির্বাচক কমিটির কোনও সদস্যও বুমরাহর চোটের আপডেট নিয়ে কিছুই জানে না। তবে সবাইকে যথাসময়ে সবকিছু জানানো হবে।”

বিসিসিআই-এর সৌজন্যে নিউজিল্যান্ডে গিয়ে পিঠের অস্ত্রোপচার করিয়েছেন তারকা জোরে বোলার। বিসিসিআইয়ের লক্ষ‍্য একদিনের বিশ্বকাপের আগে বুমরাহকে সুস্থ করে তোলা।

আরও পড়ুন:মেসির পাশাপাশি নজির রোনাল্ডোর, ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচে জোড়া রেকর্ড CR7-এর