নিশ্চিন্তে কত পরিমাণ টাকা বাড়িতে রাখা যায়? কী বলছে আয়কর দফতর

সম্প্রতি আয়কর দফতর থেকে শুরু করে ইডি, সিবিআই-এর তদন্তকারী সংস্থাগুলি অভিযান চালিয়ে কোটি কোটি টাকার নগদ উদ্ধার করছে। অর্পিতা মুখোপাধ্যায় থেকে শুরু করে গার্ডেনরিচে টাকা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে ঠিক কত পরিমাণ নগদ বাড়িতে রাখা যায়। এর কোনও নিয়ম আছে? এক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম আগে জেনে রাখুন।


আরও পড়ুন:সিনেমার পাশাপাশি সিরিয়ালেও টাকা বিনিয়োগ অয়নের !
ইচ্ছা করলেই আপনি বিপুল পরিমাণ অর্থ বাড়িতে গচ্ছিত রাখতেই পারেন। তবে সেই অর্থের উৎস কী, তা নিশ্চিত করতে হবে। সেই সংক্রান্ত বৈধ হিসেবনিকেশ থাকাও আবশ্যক। ধরুন, আপনার বাড়ি থেকে ১ কোটি টাকা পাওয়া গেল। এক্ষেত্রে বৈধ কাগজপত্র দেখিয়ে টাকার উৎসব জানাতে পারলেই আপনি নিশ্চিন্ত। কিন্তু টাকার উৎসর হিসেব দিতে না পারলে কিন্তু বিপাকে পড়বেন। সেক্ষেত্রে ১৩৭ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে ইডি আধিকারিকদের নানা প্রশ্নের সম্মুখীন তো হবেনই।


আয়কর দফতরের কী কী নিয়ম মাথায় রাখা জরুরি:

  • একটি আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন করলে জরিমানা হতে পারে।
  • একবারে ৫০,০০০ টাকার বেশি নগদ জমা বা তোলার জন্য প্যান নম্বর দিতে হবে।
  • যদি কোনও ব্যক্তি ১ বছরে ২০ লক্ষ টাকা নগদ জমা করেন, তবে তাকে প্যান এবং আধার সম্পর্কে তথ্য দিতে হবে।
  • প্যান এবং আধার সম্পর্কে তথ্য না দেওয়ার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
  • আপনি নগদে ২ লাখ টাকার বেশি কেনাকাটা করতে পারবেন না।
  • ২ লক্ষ টাকার বেশি কেনাকাটা নগদে করা হলে প্যান এবং আধার কার্ডের একটি কপি দিতে হবে।
  • নগদ ৩০ লক্ষ টাকার বেশি সম্পত্তি ক্রুয়-বিক্রয়ের বিষয়ে তদন্তকারী সংস্থার রাডারে ব্যক্তি আসতে পারেন
  • ক্রেডিট-ডেবিট কার্ডে পেমেন্ট করার সময়, যদি কোনও ব্যক্তি একেবারে ১ লক্ষ টাকার বেশি অর্থ প্রদান করে, তবে তদন্ত করা যেতে পারে।
  • ১ দিনে আপনার আত্মীয়দের কাছ থেকে ২ লাখ টাকার বেশি নগদ নিতে পারবেন না। এটা ব্যাঙ্কের মাধ্যমে করতে হবে।
  • নগদ অনুদানের সীমা নির্ধারণ করা হয়েছে ২,০০০টাকা।
  • কোনও ব্যক্তি অন্য ব্যক্তির কাছ থেকে নগদে ২০ হাজারের বেশি ঋণ নিতে পারবেন না।
  • ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকার বেশি নগদ তুলে নিলে আপনাকে TDS দিতে হবে।

 

 

Previous articleচটের পলিব্যাগ চালুর প্রতি*বাদে কেন্দ্রকে চিঠি রাজ্য আইএনটিটিইউসি-এর
Next articleম‍্যানইউ নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, বললেন, ‘এই শিক্ষা গুরুত্বপূর্ণ ছিল’