ম‍্যানইউ নিয়ে মুখ খুললেন রোনাল্ডো, বললেন, ‘এই শিক্ষা গুরুত্বপূর্ণ ছিল’

এখানেই না থেমে রোনাল্ডো আরও বলেন, "অনেক সময় পাহাড়ের উপরে থাকলে নীচটা আপনি দেখতে পান না।

শেষ হয়েছে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড সম্পর্ক। তারপর প্রায় কেটে গিয়েছে কয়েক মাস। কাতার বিশ্বকাপের পর যোগ দিয়েছেন নতুন ক্লাব সৌদি আরবের আল নাসেরে। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম‍্যানইউ পর্ব অতীত। মৌখিক ভাবে চুক্তি বিচ্ছেদ হয়। ক্লাব ছাড়ার চার মাস পর সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোনাল্ডো।

পর্তুগাল তারকা লিচেনস্টেইনের বিরুদ্ধে ম‍্যাচ খেলার আগে সাংবাদিক সম্মেলনে এসে সিআরসেভেন বলেন,”কিছু কিছু সময়ে আপনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, যখন বুঝতে পারবেন, কে আপনার পাশে রয়েছে। কে আপনার আসল বন্ধু। আমার যে খারাপ সময় যাচ্ছিল, এটা বলতে কোনও দ্বিধা নেই। কিন্তু সেই সময় নিয়ে কোনও আক্ষেপও নেই। জীবন এগিয়ে চলে এ ভাবেই। ভাল হোক বা খারাপ, এটা আমার সামনে এগিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া।”

এখানেই না থেমে রোনাল্ডো আরও বলেন, “অনেক সময় পাহাড়ের উপরে থাকলে নীচটা আপনি দেখতে পান না। এখন আমি মানসিক ভাবে অনেক প্রস্তুত। তবে এই শিক্ষা গুরুত্বপূর্ণ ছিল। বিগত কয়েক মাস যা গিয়েছে, তাতে করে বলতে পারি কখনও এরকম সময়ের মধ্যে দিয়ে যাইনি। এখন আমি অনেক ভালো মানুষ।”

আরও পড়ুন:আজ উদ্বোধন পিকের নামাঙ্কিত জিমন্যাসিয়ামের, বাগান তাঁবুতে উপস্থিত থাকবেন একঝাঁক প্রাক্তন তারকা

 

Previous articleনিশ্চিন্তে কত পরিমাণ টাকা বাড়িতে রাখা যায়? কী বলছে আয়কর দফতর
Next articleকেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, সুপ্রিম কোর্টে মামলা দায়ের ১৪ বিরোধী দলের