Tuesday, January 13, 2026

হিন্ডেনবার্গের নিশানায় এবার টুইটারের প্রতিষ্ঠাতা, জালিয়াতি ফাঁস জ্যাক ডোরসির

Date:

Share post:

আদানির(Adani) পর ফের একবার বোমা ফাটালো মার্কিন লগ্নি গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ(Hindenbarg)। এবার তাদের নিশানায় টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি(Jack Dorseys)। তাঁর পেমেন্ট ফার্ম ‘ব্লক’-এর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলল হিন্ডেনবার্গ। বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে ওই মার্কিন সংস্থা। স্বাভাবিকভাবেই এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

বুধবার রাতেই হিন্ডেনবার্গ রিসার্চের তরফ থেকে জানানো হয়েছিল আরও একটি দুর্নীতি প্রকাশ্যে আনবে তারা। এবার কার কপালে শনি ঘনাতে চলেছে তার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। সেইমতো বৃহস্পতিবার টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসির পেমেন্ট ফার্ম ‘ব্লক’-এর বিরুদ্ধে কারচুপির অভিযোগ প্রকাশ করে হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ রিসার্চের তরফে দাবি করা হয়েছে, কারচুপি করে ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়েছে ডোরসির সংস্থা। এ-ও দাবি করা হয়েছে, ব্লকের প্রাক্তন কর্মীরাই জানিয়েছেন যে, ৪০ থেকে ৭৫ শতাংশ অ্যাকাউন্টই ভুয়ো। অর্থাৎ, ডোরসির সংস্থার প্রাক্তন কর্মীদের সঙ্গে কথা বলেছিল হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই মুখ থুবড়ে পড়েছে ডোরসির সংস্থা ব্লক। নিউ ইয়র্কে বৃহস্পতিবার সকাল ৮টা ৫৩ মিনিট নাগাদ ব্লকের শেয়ার দর কমেছে ২০ শতাংশ।

উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের অন্যতম নামী শিল্পপতি গৌতম আদানির(Gautam Adani) গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির তথ্য প্রকাশ্যে এনেছিল হিন্ডেনবার্গ। অভিযোগ তোলা হয়, গত এক দশক ধরে নিজেদের সংস্থাগুলির শেয়ারের দাম কৃত্রিম ভাবে বাড়িয়েছে আদানি গোষ্ঠী। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই শেয়ারবাজারে মুখ থুবড়ে পড়ে আদানির শেয়ার। এবার একই ঘটনা ঘটল ডোরসির সংস্থার সঙ্গেও।

spot_img

Related articles

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...

কামড়ালে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে! পথকুকুর মামলায় সুপ্রিম হুঁশিয়ারি

পথকুকুর মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে...

প্রতিশোধের লড়াই, বিজেপিকে বিসর্জন দেওয়ার লড়াই: ৯-০ করার ডাক কোচবিহারে দিয়ে হুঙ্কার অভিষেকের

কোচবিহারে বিগত কয়েকটি নির্বাচনে জিতেছে বিজেপি। এখনও ৯টি আসনের মধ্যে তিনটি আসনে তৃণমূল, ৬টিতে বিজেপি বিধায়ক রয়েছেন। ছাব্বিশের...