Monday, December 8, 2025

একসাথে থাকেন না, অয়নকে সতর্ক করতে দেরি হয়ে গিয়েছিল: কেন বললেন স্ত্রী কাকলি

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে এবার ধৃত প্রোমোটার অয়ন শীলের (Ayan Shil) আরও সম্পত্তির হদিশ পেল ED। অভিযোগ, নিয়োগ দুর্নীতি থেকে পাওয়া টাকা রিয়েল এস্টেট ব্যবসা থেকে শুরু করে বিনোদন ও অন্যান্য ব্যবসাতেও ঢেলেছিলেন অয়ন। তদন্তে নেমে অয়নের আরও কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কয়েকটি লকারের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এর বেশির ভাগই অয়ন ও কাকলির যৌথ নামে রয়েছে বলেই ইডির দাবি। এরই মধ্যে শনিবার ইডি দফতরে যান অয়নের স্ত্রী কাকলি শীল (Kakoli Shil)। তিনি জানান, অয়নের সঙ্গে প্রায় ১০ বছর একসঙ্গে থাকেন না। অয়নের কুকীর্তির বিষয়ে তিনি খুব কমই জানতেন। যখন জানতে পারেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন কাকলি।

শনিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে যান অয়নের স্ত্রী। ইডি সূত্রে খবর, তাঁকে তলব করা হয়নি, অয়নের সঙ্গে দেখা করতেই ইডি দফতরে এসেছিলেন বলে দাবি কাকলির। তবে এদিন তিনি দাবি করেন, অয়নের বাড়িতে যখন তল্লাশি হয় তখন তিনি দিল্লিতে ছিলেন। গত আট-দশ বছর তাঁরা দু’জন একসঙ্গে থাকেন না। অয়নের সব ঘটনা জানার পর থেকে তিনি অয়নের সঙ্গে সম্পর্ক রাখেন না। এখন প্রশ্ন হল, তাঁরা এক সঙ্গে না থাকলেও তাঁদের যৌথ নামে অ্যাকাউন্ট ও লকার রয়েছে কীভাবে? ইডি সূত্রে খবর, ধৃত অয়নের সংস্থার ডিরেক্টর হিসাবেও নাম রয়েছে স্ত্রী কাকলির। ওই লকারে দুর্নীতির মাধ্যমে পাওয়া প্রচুর সম্পদ লুকিয়ে রাখা হয়েছে বলেই দাবি তদন্তকারীদের। সেই তথ্যের খোঁজে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- টার্গেট কংগ্রেস! রাহুলের সাংসদ পদ বাতিলের পরই কার্যালয়ে বুলডোজার 

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...