Saturday, January 10, 2026

মোদিকে একহাত নিলেন প্রিয়াঙ্কা!

Date:

Share post:

দাদা রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হতেই গর্জে উঠলেন প্রিয়াঙ্কা গান্ধী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একহাত নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কাপুরুষ’ ও ‘অহংকারী’ বলেও উল্লেখ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:শুধু রাহুল নন, ‘সাংসদ’ পদ খারিজের সম্ভাবনা আরও এক বিরোধী নেতার!



রবিবার সকালে পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও সত্যাগ্রহ কর্মসূচি পালনে রাজঘাটে জড়ো হন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে থেকে শুরু করে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, পি চিদম্বরম, অধীর চৌধুরীরা ।সেই সত্যাগ্রহের মঞ্চ থেকে প্রিয়াঙ্কার অভিযোগ, “লাগাতার তাঁর পরিবারকে আক্রমণ করে যাচ্ছে বিজেপি নেতারা। অথচ তাদের কোনও শাস্তি হয় না। কিন্তু রাহুলের বিরুদ্ধে পূর্ণেশ মোদির করা যে মামলাটি ১ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল , আদানি নিয়ে রাহুল মুখ খোলার পরই সেটি পুণরায় খোলা হয়।” কংগ্রেসের সাধারণ সম্পাদক বলছেন, “আমার বাবাকে সংসদে অপমান করা হয়েছে। আমার দাদাকে মীরজাফর বলা হয়েছে। সংসদে আমার মাকে অপমান করা হয়। আপনার একজন মুখ্যমন্ত্রী বলে দিলেন, রাহুল গান্ধীর বাবার ঠিক নেই। অথচ তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হল না।” রাহুলের পাপ্পু বদনাম নিয়েও এদিন ফুঁসে উঠেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন,”আমার দাদা হার্ভার্ড আর কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা পেয়েছে। অথচ ওরা আমার দাদাকে পাপ্পু বলে। কিন্তু এবার ওরা ভালই টের পেয়েছে রাহুল পাপ্পু নয়, মানুষের সমস্যা বোঝে। তাই রাহুলকে বেকায়দায় ফেলতে চাইছে।”
পাশাপাশি এদিন প্রতিবাদ মঞ্চে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “এদেশের প্রধানমন্ত্রী কাপুরুষ ও অহংকারী। ক্ষমতা থাকলে এই কথা বলার জন্য আমার বিরুদ্ধে মামলা রুজু করে দেখান।”
এর পাশাপাশি ভারতীয় গণতন্ত্র নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি।বলেন, “এদেশের গণতন্ত্র আমার পরিবারের রক্তে লালিত হয়েছে।”

 

 

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...