অনন‍্য সম্মান লিওর, কিংবদন্তি পেলে-মারাদোনার পাশে এবার মেসি

এদিন এই নিয়ে মেসি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন," দারুণ একটা সময় কাটাচ্ছি আমরা। প্রচুর ভালবাসা পাচ্ছি।

পেলে, মারাদোনার পাশে এবার লিওনেল মেসি। হ‍্যাঁ ঠিক শুনছেন, পেলে, মারাদোনার পাশে এবার আর্জেন্তাইন সুপারস্টার। এই মুহূর্তে দেশের হয়ে প্রীতি ম‍্যাচ খেলতে আর্জেন্তিনায় লিওনেল মেসি। প্রীতি ম‍্যাচে পানামাকে ২-০ গোলে হারায় মেসির দল। তারপরই আরও একটি সম্মান পেলেন লিও। কনমেবল জাদুঘরে মূর্তি বসল মেসির। ওই জাদুঘরে রয়েছে পেলে, মারাদোনার মূর্তি। আর এবার যোগ হল মেসির মূর্তি।

এদিন এই নিয়ে মেসি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন,” দারুণ একটা সময় কাটাচ্ছি আমরা। প্রচুর ভালবাসা পাচ্ছি। সময় হয়েছিল দক্ষিণ আমেরিকার কোনও দেশের বিশ্বকাপ জেতার। অনেক দিন এই ট্রফি পায়নি তারা।”

৩৬ বছরের খরা কাটিয়ে মেসির হাত ধরে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে আর্জেন্তিনা। তারপর থেকেই একের পর এক সম্মান পেয়ে চলেছেন লিও। যা পেয়ে আপ্লুত আর্জেন্তাইন সুপারস্টার।

আরও পড়ুন:IPL-এ চমক কলকাতার, সমর্থকদের জন‍্য ‘ফাটাফাটি অ্যাপ’ আনল KKR