Sunday, August 24, 2025

শান্তিপূর্ণভাবে উৎসব পালনে রাজারহাট থানায় সর্বধর্ম সমন্বয় সভা

Date:

সর্বধর্ম সমন্বয়ের তীর্থক্ষেত্র বাংলা। এখানের সব ভাষাভাষীর মানুষ, সব ধর্মের-বর্ণের মানুষ পাশাপাশি সৌভ্রাতৃত্ব বজায় রেখে বাস করেন। সেই ধারা যেন আসন্ন উৎসবের মরসুমেও বজায় থাকে তার জন্য বিশেষ উদ্যোগ নিল নিউটন থানা। বিভিন্ন ধর্মের আসন্ন অনুষ্ঠান উপলক্ষে সোমবার বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে সর্বধর্ম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছিলেন বিধাননগর কমিশনারেটের এসিপি সম্প্রীতি চক্রবর্তী। তিনি জানান, যেকোন ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে। অন্যান্য বছরের মতো এ বছরও সুষ্ঠুভাবে উৎসব পালন হবে বলে আশা এসিপির।

বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের কথায়, এই বাংলার সকল সম্প্রদায়ের মানুষ হৈহৈ করে আনন্দ করে থাকে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদের বক্তব্যে উঠে আসে সর্বধর্ম সমন্বয়ের বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের কথা। বাংলার সর্বত্র যেমন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের দায়িত্ব পালন করে থাকে প্রশাসন তেমনি এখানেও শান্তিপূর্ণ অনুষ্ঠান হবে বলে তিনি জানান।

উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসি জামাল হোসেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা অন্যান্য অনুষ্ঠানগুলি যেমন শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে এবারও তার ব্যতিক্রম হবে না। সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋষিকা দাস-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

আরও পড়ুন- মুম্বইতে ৮ ঘণ্টা বসিয়ে রেখে রূপঙ্করকে গালি*গালাজ নামী সঙ্গীত পরিচালকের!

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version