Friday, August 22, 2025

ফের চিরকুট বিতর্কে সুজন, এবার সুভাষ চক্রবর্তীর কাছে চাকরি চাওয়ার চিঠি ফাঁস

Date:

Share post:

ফের বাম জমানায় চিরকুটে চাকরি কেলেঙ্কারির পর্দা ফাঁস। ফের নাম জড়াল সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধেই চিরকুটে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। প্রকাশ্যে এসেছে ২০০৭ সালের দুটি “চিরকুট”। যেখানে দেখা যাচ্ছে, তৎকালীন সিপিএম সাংসদ সুজন চক্রবর্তী দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে সিপিএম পার্টি করে, এমন পরিবারের এক সদস্যকে চাকরি “করে দিতে হবে” বলে চিরকুট পাঠাচ্ছেন। একেবারে সাংসদের লেটার হেডে। সুজনবাবু যাদবপুরের সাংসদ ছিলেন, তখন আবার মগরাহাটের একটি অংশ যাদবপুর লোকসভার মধ্যে পড়ত।

আরও পড়ুন:সুজনের পর সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ, পরিবারের ২০ জনের তালিকা ফাঁস

পরিবহণ দফতরে চাকরি করে দেওয়ার জন্য সেই লেটার হেডে দুটি চিরকুট লিখেছিলেন সুজনবাবু। একটি চিঠি তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীকে এবং অপরটি চিঠি সুভাষবাবুর সেই সময়কার কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট (CA) নিখিল পালকে লেখা।

সুজন চক্রবর্তী সুভাষ চক্রবর্তীকে লিখছেন, “কমরেড সুভাষ চক্রবর্তী, আশাকরি ভালো আছেন। পত্রবাহককে পাঠালাম। ভালো ছেলে। মগরাহাটের পার্টি পরিবারের সদস্য। পুল কারের জন্য। যদি দেখে নেন ভালো হয়। খুবই ভালো ছেলে।” নীচে সুজনবাবুর সই সহ তারিখ ০৫.০৫.০৭।

সাংসদের লেটার হেডে সুভাষবাবুর CA নিখিল পালকে লেখা সুজনের দ্বিতীয় চিরকুটটি ছিল কার্যত নির্দেশের সুর। তাতে লেখা, “কমরেড নিখিল/ সিএ টু সুভাষ চক্রবর্তী, কথামতো পত্রবাহক কমরেডকে পাঠালাম। করে দিতে হবে।” চিরকুটে সংশ্লিষ্ট কমরেডের নাম থেকে “করে দিতে হবে” পর্যন্ত লেখার নীচে আন্ডারলাইন করা। এতেও সুজনবাবুর সই সহ তারিখ ০৫.০৫.০৭।

ফাঁদে পড়ে এখন সুজন চক্রবর্তী কিছু সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন চিঠি দুটি তাঁরই লেখা। পার্টি পরিবারের এই সদস্যের চাকরি যাতে খারিজ না হয়, তিনি সেটাই চেয়েছিলেন। জানা গিয়েছে সুজনবাবুর চিরকুটের পর সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিও পেয়েছিলেন।

উল্লেখ্য, সিপিএমের চাকরি কেলেঙ্কারির পর্দা ফাঁস হওয়া শুরু হতে প্রবীণ বাম নেতা বিমান বসু দাবি করেছিলেন, বামফ্রন্ট আমলে।চিরকুটে চাকরি হতো না! সহযোগী সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতেই এহেন মন্তব্য করেছিলেন বিমানবাবু। এবার সেই সুজনবাবুর
নিজের সিপিএমের প্রাক্তন মন্ত্রীকে চিঠি দিয়ে পার্টি কর্মীর চাকরি চাওয়ার চিঠি ফাঁস! কী বলবেন বিমানবাবু?

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...