Sunday, May 4, 2025

ফের চিরকুট বিতর্কে সুজন, এবার সুভাষ চক্রবর্তীর কাছে চাকরি চাওয়ার চিঠি ফাঁস

Date:

ফের বাম জমানায় চিরকুটে চাকরি কেলেঙ্কারির পর্দা ফাঁস। ফের নাম জড়াল সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধেই চিরকুটে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। প্রকাশ্যে এসেছে ২০০৭ সালের দুটি “চিরকুট”। যেখানে দেখা যাচ্ছে, তৎকালীন সিপিএম সাংসদ সুজন চক্রবর্তী দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে সিপিএম পার্টি করে, এমন পরিবারের এক সদস্যকে চাকরি “করে দিতে হবে” বলে চিরকুট পাঠাচ্ছেন। একেবারে সাংসদের লেটার হেডে। সুজনবাবু যাদবপুরের সাংসদ ছিলেন, তখন আবার মগরাহাটের একটি অংশ যাদবপুর লোকসভার মধ্যে পড়ত।

আরও পড়ুন:সুজনের পর সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ, পরিবারের ২০ জনের তালিকা ফাঁস

পরিবহণ দফতরে চাকরি করে দেওয়ার জন্য সেই লেটার হেডে দুটি চিরকুট লিখেছিলেন সুজনবাবু। একটি চিঠি তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীকে এবং অপরটি চিঠি সুভাষবাবুর সেই সময়কার কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট (CA) নিখিল পালকে লেখা।

সুজন চক্রবর্তী সুভাষ চক্রবর্তীকে লিখছেন, “কমরেড সুভাষ চক্রবর্তী, আশাকরি ভালো আছেন। পত্রবাহককে পাঠালাম। ভালো ছেলে। মগরাহাটের পার্টি পরিবারের সদস্য। পুল কারের জন্য। যদি দেখে নেন ভালো হয়। খুবই ভালো ছেলে।” নীচে সুজনবাবুর সই সহ তারিখ ০৫.০৫.০৭।

সাংসদের লেটার হেডে সুভাষবাবুর CA নিখিল পালকে লেখা সুজনের দ্বিতীয় চিরকুটটি ছিল কার্যত নির্দেশের সুর। তাতে লেখা, “কমরেড নিখিল/ সিএ টু সুভাষ চক্রবর্তী, কথামতো পত্রবাহক কমরেডকে পাঠালাম। করে দিতে হবে।” চিরকুটে সংশ্লিষ্ট কমরেডের নাম থেকে “করে দিতে হবে” পর্যন্ত লেখার নীচে আন্ডারলাইন করা। এতেও সুজনবাবুর সই সহ তারিখ ০৫.০৫.০৭।

ফাঁদে পড়ে এখন সুজন চক্রবর্তী কিছু সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন চিঠি দুটি তাঁরই লেখা। পার্টি পরিবারের এই সদস্যের চাকরি যাতে খারিজ না হয়, তিনি সেটাই চেয়েছিলেন। জানা গিয়েছে সুজনবাবুর চিরকুটের পর সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিও পেয়েছিলেন।

উল্লেখ্য, সিপিএমের চাকরি কেলেঙ্কারির পর্দা ফাঁস হওয়া শুরু হতে প্রবীণ বাম নেতা বিমান বসু দাবি করেছিলেন, বামফ্রন্ট আমলে।চিরকুটে চাকরি হতো না! সহযোগী সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতেই এহেন মন্তব্য করেছিলেন বিমানবাবু। এবার সেই সুজনবাবুর
নিজের সিপিএমের প্রাক্তন মন্ত্রীকে চিঠি দিয়ে পার্টি কর্মীর চাকরি চাওয়ার চিঠি ফাঁস! কী বলবেন বিমানবাবু?

 

 

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...
Exit mobile version