Wednesday, November 26, 2025

হাতের পর মিলিয়ে পা! নীতি ভুলে শহরের বুকে বাম-কংগ্রেসের ‘মিলে সুর মেরা তুমহারা’

Date:

Share post:

হাত ধরার কাজ আগেই চোখে পড়েছিল। এবার পায়ে পা মেলাল বাম-কংগ্রেস (Left Congress)। যা রাজ্য রাজনীতিতে এর আগে কবে দেখা গিয়েছে বা আদৌ দেখা গিয়েছে কী না তা মনে করতে পারছেন না কেউই। তবে একাধিক ইস্যুতে আগেও বিভিন্ন ইস্যুতে একে অপরকে সমর্থন ও আসন সমঝোতার ছবি দেখা গেলেও বুধবার এক হয়ে বাম-কংগ্রেসের পায়ে পা মেলানোর ঘটনা প্রত্যক্ষ করল কলকাতা সহ গোটা রাজ্যবাসী।

কেন্দ্রের একাধিক আর্থিক বঞ্চনা ও নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বুধবার দুপুরে মৌলালির (Moulali) রামলীলা পার্ক থেকে পার্ক সার্কাস (Park Circus) অবধি মিছিল করে বামেরা। এদিনের মিছিলে পা মেলায় রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে বামেদের এমন খারাপ অবস্থা এর আগে কখনও দেখা গিয়েছে বলে মনে হয় না। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বর্তমানে নিজেদের অবস্থা কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। তবে বুধবারের মিছিলে একটা বিষয় পরিষ্কার, সিপিএম নেতৃত্ব মুখে যতই বলুক বাংলার মানুষ একজোট হয়ে ‘ইতিহাস’ তৈরি করতে শহরের রাজপথে নেমেছে। কিন্তু সত্যিই কী তাই? নাকি বাংলার মানুষ বলতে শুধুমাত্র দুটি রাজনৈতিক দলের কথাই বোঝায়? ইতিমধ্যে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বুধবার সকাল থেকেই একটা বিষয় পরিষ্কার। যেভাবেই হোক মুখ্যমন্ত্রীর ধর্না (Dharna) কর্মসূচি থেকে নজর ঘুরিয়ে কিছুটা হলেও লাইমলাইটে আসা। তার জন্য অনেক কসরতও করা হল দু’দলের শীর্ষ নেতৃত্বের তরফে। জোর করে পুলিশের উপর চড়াও হওয়া, তৃণমূল কর্মী সমর্থকদের একাধিক কুরুচিকর মন্তব্য করে জোর করে গণ্ডগোল পাকানোর প্রবল চেষ্টা সবকিছুই হল। কিন্তু কী কারণে তাঁরা এক হয়ে পায়ে পা মেলালেন সেই বিষয়টি কী তাঁদের কাছেও আদৌ পরিষ্কার? তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিনের মিছিলে বামেদের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা যেমন ছিলেন। তেমনই কংগ্রেসেরও কয়েকজন হেভিওয়েট এদিনের মিছিলে উপস্থিত ছিলেন। তবে তৃণমূলের কর্মসূচির পাল্টা এদিন কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি (BJP) বিরোধী দল হিসাবে তিলোত্তমার বিভিন্ন প্রান্তে ভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সেইমতো, বামেদের তরফে মৌলালির রামলীলা ময়দান থেকে বামেদের মিছিল ছিল। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস ভবন থেকে ভিন্ন ইস্যুতে আলাদা মিছিলের আয়োজন করে কংগ্রেস। কিন্তু আচমকাই পার্কসার্কাস থেকে দুই রাজনৈতিক মতাদর্শগত বিপরীত ধর্মী দলের মিছিল মিলেমিশে একাকার হয়ে যায়।

 

 

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...