Friday, December 19, 2025

আরও সহজ আমেরিকা যাত্রা! কী জানাল মার্কিন সেনেট? 

Date:

Share post:

ভিসার (Visa) ইন্টারভিউয়ের (Interview) জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হবে না ভারতীয়দের। বুধবার এমনই বড় ঘোষণা করল জো বাইডেন (Joe Biden) সরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন আর ভিসা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না ভারতীয়দের (Indian)। বুধবার বাইডেন প্রশাসন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়েছে, ভিসা পাওয়ার প্রক্রিয়া আর দীর্ঘমেয়াদি হচ্ছে না। সমস্ত দিক খতিয়ে দেখে চলতি বছর থেকেই ভিসার ইন্টারভিউয়ের সময়সীমা এবার ৬০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে আমেরিকা যাওয়ার জন্য ভিসা পেতে আবেদনকারীদের ইন্টারভিউ দিতে হয়। তবে আমেরিকার ভিসা পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হত ভারতীয়দের। ৮০০ দিন অবধি এই ওয়েটিং পিরিয়ড গড়িয়ে যেত। এই সমস্যা থেকে অবশেষে মিলল মুক্তি। বুধবার সেই ওয়েটিং পিরিয়ড (Waiting Period) ৬০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যারা আমেরিকায় বিজনেস বা ট্যুরিস্ট ভিসার (Business or Tourists Visa) জন্য আবেদন করবেন, তারা ইন্টারভিউয়ের জন্য অন্য দেশের দূতাবাস বা কনসুলেট বেছে নিতে পারেন। পাশাপাশি ভিসার আবেদনে যাতে ব্যাকলগ কমে, তার জন্য দূতাবাসে কর্মী সংখ্যা বাড়ানো থেকে শুরু করে প্রথমবার আবেদনকারীদের জন্য বিশেষ ইন্টারভিউয়ের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অধিকাংশ ভারতীয়ই এইচ-১বি (H-1B) বা এল ১ (L1) ভিসা নিয়ে মার্কিন মুলুকে চাকরি করতে যান। কিন্তু আচমকাই তাঁদের কর্মহীন হয়ে পড়ার কারণে ওয়ার্ক ভিসা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমশ জটিল হয়ে ওঠে। আর এমন পরিস্থিতিতে এই ভিসা সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে রদবদল করল আমেরিকা। পাশাপাশি মার্কিন দূতাবাসের তরফে এদিন আরও জানানো হয়েছে, বিদেশ যাত্রা আরও সহজ করার জন্য ভিসার আবেদন প্রক্রিয়ায় এই বদল আনা হল। এবার থেকে ভিসা আবেদনকারীরা ইন্টারভিউয়ের জন্য আমেরিকার দূতাবাসের বদলে অন্যান্য দেশের দূতাবাসকেও বেছে নিতে পারবেন। অন্য কোনও দেশের দূতাবাসে ওয়েটিং পিরিয়ড কম হওয়ার কারণে আবেদনকারীরা দ্রুত ভিসার জন্য ইন্টারভিউয়ের সুযোগ পাবেন। আর এমন নির্দেশের ফলে বেশ লাভবান হলেন বিপুল সংখ্যক ভারতীয়।

 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...