Thursday, August 28, 2025

শিবপুরের ঘটনায় ‘স্বস্তি’! জি২০ সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে সস্ত্রীক রাজ্যপাল

Date:

Share post:

জি২০ (G20) সম্মেলনে যোগ দিতে শনিবারই সস্ত্রীক উত্তরবঙ্গে এলেন রাজ্যপাল (Governor)। এদিন বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) থেকে দার্জিলিঙের উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের জানান, হাওড়া স্বাভাবিক গতিতে ফিরছে। রাস্তাঘাট, দোকানপাট সব খুলছে। সবসময় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল।

তবে এদিন হাওড়ার (Howrah) শিবপুরের ঘটনা নিয়ে কার্যত স্বস্তির সুর শোনা গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের গলায়। শনিবার দুপুরে সস্ত্রীক বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন রাজ্যপাল বোস। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়ার ঘটনা নিয়ে মুখ খোলেন রাজ্যপাল। তিনি বলেন, হাওড়ার পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে পুলিশের। ইতিমধ্যে রাজভবনেও তৈরি হয়েছে আলাদা সেল। আর সেখান থেকেই প্রতি মুহূর্তে শিবপুরের উপর নজর রাখা হচ্ছে। এলাকায় শান্তি ফেরাতে সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবার জি-২০ সামিটে ভারত (India) সভাপতিত্ব করছে। ফলে দেশের বিভিন্ন রাজ্য এমনকী কেন্দ্রশাসিত অঞ্চলেও চলছে বৈঠক। এপ্রিল মাসেই রয়েছে ১৯টি বৈঠক। আর ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত পর্যটন কার্যসমূহের দ্বিতীয় পর্যায়ের বৈঠক রয়েছে শিলিগুড়িতে। আর সেই বৈঠকে যোগ দিতেই শনিবার দার্জিলিঙে পৌঁছলেন রাজ্যপাল।

আরও পড়ুন- হার দিয়ে আইপিএল-এর অভিআন শুরু কলকাতার, ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হার নাইট বাহিনীর

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...