“আমার বিরুদ্ধে একটাও কথা বললে মামলা করব”, অসম সফরের আগে কেজরিকে হুঁশিয়ারি হিমন্তের

অসম সফরে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। তবে তাঁর এই সফরের আগে রীতিমত হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Hemant Bishwa Sharma)। কড়া সুরে জানালেন, দিল্লি বিধানসভায় যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এখানে এসেও যদি একই কথা বলে তবে মানহানির মামলা করবেন হিমন্ত।

রবিবার কেজরির অসম(Assam) সফরের আগে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “অরবিন্দ কেজরিওয়াল একজন কাপুরুষ। উনি দিল্লি বিধানসভায় সুরক্ষার পর্দার আড়ালে লুকিয়ে বসে মিথ্যে বলে যান। বাইরে উনি একবার বলে দেখুন যে আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। মণীশ সিসোদিয়ার মতোই ওঁর বিরুদ্ধেও মানহানির মামলা করব আমি।”

উল্লেখ্য, রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে অসমে আসছেন কেজরিওয়াল। অসমে জনসভা করার কথা রয়েছে তাঁর। এর আগে দিল্লি বিধানসভায় তাঁকে বলতে শোনা গিয়েছে, অসমের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে অন্য রাজ্যেও দুর্নীতির মামলা রয়েছে। মনে করা হচ্ছে, রবিবারের সভাতেও সেই প্রসঙ্গ তুলবেন তিনি। তার ঠিক আগেই হুঁশিয়ারি দিলেন হিমন্ত বিশ্ব শর্মা।

Previous articleদিল্লির অ*গ্নিকাণ্ডে মৃত এ রাজ্যের ৪, পরিবার প্রতি আর্থিক সাহায্য ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর
Next articleসপ্তাহশেষে দু.র্ঘটনা! মেয়ো রোডে উল্টে গেলো যাত্রীবোঝাই বাস, আ.হত ১৬