Saturday, August 23, 2025

পরিণীতির প্রেম : প্রেমিক লিস্টে রাঘব কত নম্বরে !

Date:

Share post:

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া (Social Media) যে বলিউড অভিনেত্রীকে ঘিরে তোলপাড় তিনি হলেন প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) খুড়তুতো বোন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। বেশ কিছুদিন ধরেই তাঁকে আপ নেতা রাঘব চাড্ডার (AAP Leader Raghav Chadda) সঙ্গে দেখা যাচ্ছে। যুগলে নিভৃতে সময় কাটাতে চাইলেও মিডিয়ার সৌজন্যে তাঁদের একান্ত মিটিংও যেন পাবলিক হয়ে যাচ্ছে। মুম্বই হোক বা দিল্লি, বিনোদন হোক বা রাজনীতি খবরের অনেকটা জুড়ে পরিণীতির পরিণয়। যদিও প্রেমিক বা প্রেমিকা কেউই এই নিয়ে মুখ খোলেন নি। কিন্তু অনুরাগীদের অনুমান শুভক্ষণ আসতে আর বেশি দেরি নেই। কিন্তু পরিণীতি চোপড়া(Parineeti Chopra) কতগুলো প্রেম করেছেন, জানেন কি?

সেলেবদের অন্দরের খবর চাপা রাখা খুব একটা সহজ নয়। আসলে তাঁরা সিনেমার চরিত্র হয়ে থাকুন বা বাস্তবের চরিত্র, অভিনেতা তকমাটা গা থেকে যেন সরাতেই পারেন না। তাই তাঁদের জীবনটা সমসময় ক্যামেরার সামনে। পরিণীতি কিন্তু দিদির মতো বলি কেরিয়ার শুরু করেননি। পড়াশোনা শেষ করে তিনি যশরাজ ফিল্মসের(Yash Raj films) মার্কেটিং বিভাগে কাজ শুরু করেন তিনি। তিনি। এখানেই আলাপ বলিউড পরিচালক মণীশ শর্মার(Manish Sharma) সঙ্গে। অনেকেই বলেন পরিণীতির এক নম্বর প্রেমিক এই মণীশ। পরিচালক তখন যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করছেন। ‘ব্যান্ড বাজা বারাত’ পরিচালনার সময় তিনি নায়িকা হিসেবে আদিত্য চোপড়ার কাছে প্রেমিকার মানে পরিণীতির নাম সুপারিশ করেন। কিন্তু তা খারিজ হয়ে যায় আর অভিনয় করেন বিরাট-পত্নী। মণীশ আর পরিণীতির রসায়ন তখন থেকেই জমে ক্ষীর। ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা মুক্তির এক বছর পর মুক্তি পায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ সিনেমা। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেন মণীশ। এখানেই আসে আসল টুইস্ট। চিত্রনাট্য অনুযায়ী এই সিনেমায় চারজন নায়িকার প্রয়োজন ছিল। অনুষ্কা শর্মাকে রণবীরের বিপরীতে দেখা গেলেও বাকি দুই অভিনেত্রীর মধ্যে একজন ছিলেন পরিণীতি, মনে পড়ছে? নিছক বন্ধুত্বের খাতিরে নাকি দুর্বলতার কারণে পরিণীতিকে এ সিনেমায় অভিনয়ের সুযোগ দিয়েছিলেন মণীশ সেটা নিয়ে ধোঁয়াশায় বলিপাড়ার একাংশ।

এবার যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ইশকজাদে’ সিনেমায় পরিণীতির অভিনয় করা কেউ আটকাতে পারেননি। অনেকেই বলেন এই সিনেমায় পরিণীতিকে নায়িকা চরিত্রে নেওয়ার জন্য আদিত্যকে অনুরোধ করেছিলেন স্বয়ং মণীশই।

এরপর প্রেমিকার বিশুদ্ধ প্রেমে বলিউডকে ‘শুদ্ধ দেশি রোমান্স’ উপহার দেন পরিচালক। এ সিনেমাতেও পরিণীতি! আদিত্য বুঝে যান সম্পর্কটা বেশ সিরিয়াস। যদিও এই সম্পর্কের ব্যাপারে কিছুই জানাননি পরিণীতি-মণীশ। দুজনকে একসঙ্গে কোনও অনুষ্ঠান বা শুটিং সেটের বাইরেও দেখা যায়নি। তবে শোনা যায়, সম্পর্কের খবর গোপন রাখতে দেশের বাইরে ঘুরতে যেতেন পরিণীতি-মণীশ। কাজ নিয়ে হাজারও ব্যস্ততা থাকলেও তার ফাঁকে দু’জনে সময় বের করে ঠিক ঘুরতে চলে যেতেন। যদিও প্রকাশ্যে সম্পর্কের কথা বলেননি কেউই।শোনা যায় ২০১৭ ‘মেরি পেয়ারি বিন্দু’ বক্স অফিসে ভাল ফল না করায় হতাশ অভিনেত্রী , মণীশের সঙ্গে সম্পর্কে ইতি টানেন।

এরপরে নাম আসে বলিউড পরিচালক চরিত দেসাইয়ের, বি টাউন বলছে এনার সঙ্গেও নতুন করে সম্পর্কে জড়ান পরিণীতি। বলিপাড়ার একাংশের অনুমান, ২০১৬ সালে ‘ড্রিম টিম ট্যুর’-এ যাওয়ার সময় চরিতের সঙ্গে পরিণীতির আলাপ হয়।সেখান থেকেই পরিণীতির সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে সেই বন্ধুত্ব প্রেমে গড়ায়। এ নিয়ে মায়ানগরীতে নানা গুঞ্জন উড়লেও মুখ খোলেননি পরিণীতি।

এরপরও একাধিকবার নানা পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে ২০২৩ সালে শিরোনামে রাঘব চাড্ডা, আপ নেতার (AAP Leader) সঙ্গেই সম্ভবত সাত পাক ঘুরবেন ‘ পেয়ারি বিন্দু ‘ । যদিও এই কথাও স্বীকার করেননি কেউই। কিন্তু পরিণীতির প্রেমের সংখ্যা যে সিনেমার সংখ্যার থেকেও বেশি তা নিয়ে কানাঘুষো শোনা যায় বটে।

 

spot_img

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...