আজ নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-মুম্বই ইন্ডিয়ান্স, বিরাট-রোহিত দ্বৈরথে নজর ক্রিকেটপ্রেমীদের

অসুস্থতার কারণে অধিনায়কদের সম্মেলনে আসতে পারেননি মুম্বই অধিনায়ক। তবে রবিবার বিরাটদের বিরুদ্ধে রোহিত খেলবেন বলেই খবর।

আজ আইপিএলের প্রথম ম‍্যাচে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি, রোহিত শর্মার দ্বৈরথে নজর ক্রিকেটপ্রেমীদের। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের গত মরশুমটা ভাল কাটেনি। সবার নিচে শেষ করেছিল তারা। কিন্তু এবার ষষ্ঠ খেতাব জয়ের লক্ষ্যে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিতবাহিনী। দু’টি দলই চাইবে জয় দিয়ে অভিযান শুরু করতে।

অসুস্থতার কারণে অধিনায়কদের সম্মেলনে আসতে পারেননি মুম্বই অধিনায়ক। তবে রবিবার বিরাটদের বিরুদ্ধে রোহিত খেলবেন বলেই খবর। মুম্বই এবার চোটের কারণে পাবে না তাদের প্রধান পেসার যশপ্রীত বুমরাহকে। তবে ভারতীয় স্পিডস্টারের অভাব ঢেকে দিতে পারেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চার। বোলিং অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলীয় ক্যামেরন গ্রিন মুম্বইয়ের তুরুপের তাস হতে পারেন। ব্যাটিং বিভাগে রোহিত ছাড়াও সূর্যকুমার যাদব, টিম ডেভিড, জুনিয়র ডিভিলিয়ার্স খ্যাত ডিওয়াল্ড ব্রেভিস মুম্বইয়ের বড় ভরসা।

ডুপ্লেসির নেতৃত্বে আরসিবি এবারও তারকাখচিত দল। তবে চোট-আঘাতের ধাক্কায় প্রথম ম্যাচে অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জস হ্যাজেলউডকে তো প্রথম পর্বে সাতটা ম্যাচেই পাওয়া যাবে না। শ্রীলঙ্কার স্পিনার-অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফর করছেন। তাই তাঁকেও পাওয়া যাবে না। ফলে মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, আকাশদীপ সিংয়ের মতো ভারতীয় পেসাররাই আরসিবি বোলিংয়ের প্রধান ভরসা। ব্যাটিং বিভাগে ডুপ্লেসি, বিরাট, রজত পতিদারদের কাঁধে বাড়তি দায়িত্ব থাকবে আর্চারদের সামলানোর।

আরও পড়ুন:পাঞ্জাবের কাছে ম‍্যাচ হেরে কী বললেন নাইট অধিনায়ক?

 

Previous articleগরু পাচারেও নাম উঠে আসছে বিজেপি ঘনিষ্ঠ কয়লা মাফিয়া রাজুর
Next article‘সাভারকার’ ইস্যুতে বাড়ল দূরত্ব! রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা পাওয়ারের